ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘অধ্যাপক আব্দুল্লাহ চিকিৎসকদের জন্য অনুসরণীয় শিক্ষক ॥ উপাচার্য

প্রকাশিত: ০৪:৪২, ২৮ ডিসেম্বর ২০১৮

‘অধ্যাপক আব্দুল্লাহ চিকিৎসকদের জন্য অনুসরণীয় শিক্ষক ॥ উপাচার্য

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেছেন, অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল্লাহ এমন একজন গুণী শিক্ষক, চিকিৎসক, গবেষক, প্রশিক্ষক যার মাধ্যমে কোন কোন জায়গায় প্রতিষ্ঠান পর্যন্ত পরিচিতি লাভ করে। রোগীরা অধ্যাপক আব্দুল্লাহর নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেন। অধ্যাপক আব্দুল্লাহ তরুণ চিকিৎসকদের জন্য অনুসরণীয়-অনুকরণীয় শিক্ষক ও চিকিৎসক। এই বিশ্ববিদ্যালয় সবসময়ই তার অভাব অনুভব করবে। বৃহস্পতিবার সকালে ডি ব্লকে ইন্টারনাল মেডিসিন বিভাগের ক্লাসরুমে চিকিৎসক ও শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ও ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এ্যাওয়ার্ড অর্জনকারী অধ্যাপক আব্দুল্লাহ স্যারের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আব্দুল্লাহ আল হারুন, অধ্যাপক ডাঃ এ বি এম আব্দুল্লাহ’র স্ত্রী অধ্যাপিকা মাহমুদা বেগম, অধ্যাপক ডাঃ মোঃ ফরিদ উদ্দিন পমুখ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
×