ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হাতিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমানে-সমান

প্রকাশিত: ০৩:৫২, ২৮ ডিসেম্বর ২০১৮

হাতিয়ায় আওয়ামী লীগ ও বিএনপি সমানে-সমান

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া, নোয়াখালী, ২৭ ডিসেম্বর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে রাজনীতির মাঠে-ময়দানের আধিপত্যের সকল বিভেদ ভুলে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হাতিয়া আওয়ামী লীগ। প্রতীক বরাদ্দের পর থেকে প্রতিদিনই হাতিয়ার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আয়েশা ফেরদৌসের সমর্থনে প্রচার ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। অন্যদিকে, দীর্ঘ সময় পর নির্বাচনকে ঘিরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী ফজলুল আজিমের পক্ষে মাঠে নেমেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও। তারাও শেষ মুহূর্তে সরব হয়ে উঠেছেন ধানের শীষের প্রচার। প্রচারে একেবারে শেষ পর্যায়ে। প্রার্থীদের দম ফেলার সময় নেই। অবিরাম ছুটে চলছেন ভোটারদের দ্বারে দ্বারে। দিচ্ছেন নানান উন্নয়নের প্রতিশ্রুতি। দ্বীপ উপজেলা হাতিয়ার সাধারণ মানুষদের মাঝেও বিরাজ করছে নির্বাচনী উৎসব। আওয়ামী লীগের ঐক্যবদ্ধ প্রচারে সঙ্গে বিএনপিও চেষ্টা করছে নির্বাচনী মাঠ সরব রাখতে। হাতিয়ার রাজনীতিতে দলীয় প্রেক্ষাপটের সঙ্গে ব্যক্তি প্রভাবও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে কয়েকবারের নির্বাচিত সাবেক এমপি মোহাম্মদ আলীর স্থানীয় জনগণের কাছে ব্যক্তি কেন্দ্রিক গুরুত্ব বহন করেন। বর্তমানে তার সহধর্মিণী আয়েশা ফেরদৌস আওয়ামী লীগের প্রার্থী। এখানে নৌকার সঙ্গে সঙ্গে ব্যক্তি মোহাম্মদ আলীর আলাদা একটি ভোটব্যাংক যুক্ত হয়ে যেমন আয়েশা ফেরদৌসকে এগিয়ে দেয়, তেমনি বিএনপির প্রার্থী ফজলুল আজীমও ধানের শীষ নিয়ে প্রার্থী হওয়ায় বিএনপির নেতাকর্মীরা নির্বাচনী মাঠে চাঙ্গা হয়ে উঠেছেন।
×