ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কম জন্মহারের রেকর্ড

প্রকাশিত: ০৬:২৮, ২৫ ডিসেম্বর ২০১৮

কম জন্মহারের রেকর্ড

জাপান স্বাভাবিক জনসংখ্যা হ্রাসের ক্ষেত্রে এ বছর নতুন রেকর্ড করেছে। ২০১৮ সালে দেশটিতে সবচেয়ে কম শিশু জন্মেছে। এ বছর সেখানে ৯ লাখ ২১ হাজার শিশু জন্ম নিয়েছে। ১৮৯৯ সালে পরিসংখ্যান রাখার পর থেকে এটাই রেকর্ড কম জন্মহার। ২০১৭ সালের তুলনায় এ বছর ২৫ হাজার কম নবজাতক জন্মেছে। এ নিয়ে দেশটিতে তৃতীয় বছরের মতো এক মিলিয়নের কম শিশু জন্ম নিল- সিএনএন অগ্নি ৪-এর সফল পরীক্ষা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি ৪-এর সফল পরীক্ষা চালিয়েছে ভারত। রবিবার চার হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় সেনাবাহিনী। স্থানীয় সময় সকাল ৮টা ৩৫ মিনিটে উড়িষ্যা উপকূলের ড. আবুল কালাম দ্বীপে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। এ নিয়ে সপ্তমবারের মতো অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত- টাইমস অব ইন্ডিয়া
×