ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক্সনের অনুসন্ধানী জাহাজকে বাধা ভেনিজুয়েলার নৌবাহিনীর

প্রকাশিত: ০৬:২৭, ২৫ ডিসেম্বর ২০১৮

এক্সনের অনুসন্ধানী জাহাজকে বাধা ভেনিজুয়েলার নৌবাহিনীর

গায়ানার উপকূলে এক্সন মবিল কর্পোরেশনের পক্ষে তেল অনুসন্ধানরত একটি জাহাজের ‘পথরোধ’ করেছে ভেনিজুয়েলার নৌবাহিনী। রবিবার তাদের জলসীমায় এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে গায়ানার পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে তাদের জলসীমায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে প্রতিবেশী ভেনিজুয়েলা। ইয়াহু নিউজ। সম্প্রতি গায়ানা উপকূলে অনেকগুলো তেলক্ষেত্র আবিষ্কারের মাধ্যমে দেশটির ল্যাটিন আমেরিকার বৃহত্তম তেল উৎপাদিত দেশে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অপরদিকে অর্থনৈতিক সঙ্কটে থাকা ওপেক সদস্য ভেনিজুয়েলার অপরিশোধিত তেলের উৎপাদন প্রায় ৭০ বছরের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে। এ পরিস্থিতিতেই দুদেশের শতাব্দী প্রাচীন সীমান্ত সমস্যা নিয়ে সাম্প্রতিক ঘটনাটি ঘটেছে। নরওয়ের কোম্পানি পেট্রোলিয়াম জিও-সার্ভিসেস (পিজিএস)-এর জাহাজ ‘দ্য রামফর্ম টেথিস’ সাগরের ওই এলাকায় এক্সনের পক্ষ থেকে সিসমিক জরিপ চালিয়ে তেল অনুসন্ধান করছিল। ভেনিজুয়েলার নৌবাহিনী তাদের দিকে এগিয়ে এলে জাহাজটি অনুসন্ধান বন্ধ করে পূর্বদিকে মুখ ঘুরিয়ে নেয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন পিজিএসের মুখপাত্র বার্ড স্টেনবার্গ। শনিবার রাতে গায়ানার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে ‘এই অবৈধ, আক্রমণাত্মক ও শত্রুতামূলক আচরণ গায়ানা প্রত্যাখ্যান করছে’ বলে জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই ঘটনায় পশ্চিমাঞ্চলীয় প্রতিবেশী কর্তৃক গায়ানার অর্থনৈতিক উন্নয়নের প্রতি প্রকৃত হুমকি প্রদর্শিত হয়েছে। এ ঘটনায় আমাদের দেশের সার্বভৌমত্ব ও অক্ষুণœতা লঙ্ঘিত হয়েছে।’ এই ঘটনার বিষয়ে তারা জাতিসংঘের কাছে প্রতিবেদন পেশ করবে এবং ভেনিজুয়েলা সরকারকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করবে বলে জানিয়েছে গায়ানার মন্ত্রণালয়টি।
×