ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাঁশখালীতে জাপার পথসভায় গুলি, কলাপাড়ায় আওয়ামী লীগের ৩ জনকে কুপিয়ে জখম

প্রকাশিত: ০৫:৫০, ২২ ডিসেম্বর ২০১৮

বাঁশখালীতে জাপার পথসভায় গুলি, কলাপাড়ায় আওয়ামী লীগের  ৩ জনকে কুপিয়ে জখম

জনকণ্ঠ ডেস্ক ॥ চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর পথসভায় হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত ৫০ জন আহত হয়। পটুয়াখালী কলাপাড়ায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ সময় সন্ত্রাসীরা তিনজনকে কুপিয়ে জখম করে। এছাড়া নোয়াখালীর কোম্পানিগঞ্জে পুলিশের উপস্থিতিতে আওয়ামী লীগের পথসভায় বোমা হামলা হয়েছে। তবে এতে কেউ আহত হয়নি। বাগেরহাটে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আটক করা হয়েছে চারজনকে। সিরাজগঞ্জের এনায়েতপুরে হামলা চালিয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাংচুর করা হয়েছে। হামলায় আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করা হয়। পটিয়ায় নৌকা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। সীতাকুন্ড শেখ রাসেল স্মৃতি সংসদে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। বরিশালে নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীমের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। নীলফামারীতে জামায়াতের হামলায় আওয়ামী লীগের তিন নেতাকর্মী আহত হয়েছে। এদিকে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনেই বিএনপির নেতাকর্মীদের প্রচারে বাধা, হামলা ও গাড়ি ভাংচুর করা হচ্ছে বলে দাবি করেছে বিএনপি। বৃহস্পতিবার রাত ও শুক্রবার এসব ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনের সোনাতুনিয়া এলাকার আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বৃহস্পতিবার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন রামপালের কদমী গ্রামের সৈয়দ আলীর ছেলে রেজাউল হাওলাদার (৪৫), সোলাকুড়া গ্রামের মাওলানা আমির আলীর ছেলে আবদুল কাদের (৬১), গিলাতলা গ্রামের সুলতান আহম্মেদের ছেলে মাসুদ পারভেজ (৪২) ও বর্নি গ্রামের মহিউদ্দিনের ছেলে খবির উদ্দিন (৪৫)। আটকরা বিএনপি ও জামায়াত সমর্থক বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের নেতারা। আগুনে নির্বাচনী অফিসের বেড়া, পোস্টার ও কিছু প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আগুন দেয়ার ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। বাঁশখালী ॥ বাঁশখালীতে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর পথসভায় হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশত আহত হয়েছে। হামলাকারীরা ভাংচুর করে প্রার্থীর গাড়িও। শুক্রবার বিকেলে চাম্বল বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের প্রার্থী মাহমুদুল ইসলাম চৌধুরীর পথসভায় শুক্রবার বিকেলে অতর্কিত হামল চালায় দৃর্বৃত্তরা। হামলাকারীরা আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র বহন করে। হামলার পর দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। একপর্যায়ে হামলাকারীরা গুলি ছুড়লে বেশ ক’জন গুলিবিদ্ধসহ অন্তত অর্ধশত আহত হয়। কলাপাড়া ॥ কলাপাড়ায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে শেখ কামাল যুব সংসদের অর্ধশতাধিক সশস্ত্র সন্ত্রাসী হামলা ও ভাংচুর চালিয়েছে। এ সময় সন্ত্রাসীদের অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছে আওয়ামী লীগের সদস্য আব্দুস সোবাহান, যুবলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ কবির হোসেন ও শ্রমিক লীগের সদস্য নাসির হাওলাদার। শুক্রবার রাত আনুমানিক আটটার দিকে নীলগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর বাজারের ওই কার্যালয়ে নির্বাচনী পরিকল্পনা সভা চলাকালে প্রায় অর্ধশত সন্ত্রাসী বগিদাওসহ বিভিন্ন অস্ত্র নিয়ে এই তান্ডব চালায় বলে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান তালুকদার জানিয়েছেন। এরা সবাই বিএনপি ও জামায়াতের সশস্ত্র সন্ত্রাসী বলেও তিনি সরাসরি অভিযোগ করেছেন। স্থানীয়রা এ সময় ঘটনাস্থল থেকে বিএনপির চিহ্নিত সন্ত্রাসী কলাপাড়ার মাসুম ও মিলন মৃধা নামের দুইজনকে পাকড়াও করে পুলিশে সোপর্দ করেছে। নির্বাচনী অফিস তচনচ করে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে নিয়ে গেছে। নোয়াখালী ॥ পুলিশের উপস্থিতিতে নোয়াখালীর কোম্পানীঞ্জে আওয়ামী লীগের পথসভায় বোমা হামলার ঘটনা ঘটেছে। রাত আটটায় কোম্পানীগঞ্জ উপজেলার ৭নং মুছাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ছোটধলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বোমা হামলার ঘটনা ঘটে। মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ জানান, সন্ধ্যার পর মুছাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহির উদ্দিন মাহমুদ লিপটনের গণসংযোগ শেষে ৫নং ওয়ার্ডে একটি পথসভা ছিল। ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাহার উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভা চলাকালে একটি হোন্ডাযোগে মুখোশ পরিহিত ৩ যুবক এসে অতর্কিতে সভাস্থলে পরপর ২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুতবেগে পালিয়ে যায়। এ সময় পথসভা ছত্রভঙ্গ হয়ে উপস্থিত লোকজন এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। ইউনিয়ন আওয়ামী লীগের দাবি ককটেল বিস্ফোরণের সময় ঘটনাস্থলে পুলিশও উপস্থিত ছিল। তবে বোমা হামলায় কেউ আহত হয়নি বলে আওয়ামী লীগ সূত্র জানিয়েছে। সিরাজগঞ্জ ॥ এনায়েতপুরের গোপরেখীতে নৌকার গণসংযোগ করার সময় বিএনপি নেতাকর্মীদের হামলায় আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী আহত হয়েছে। এছাড়া দৌলতপুর আঞ্চলিক আওয়ামী লীগ কার্যালয়, দোকান ভাংচুর ও লুটপাট করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এসব ঘটনা ঘটে। এনায়েতপুর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাদিয়া চাঁদপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ জানান, সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে ধানের শীষের প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল শোডাউন নিয়ে গোপরেখী এলাকায় আসে। এ সময় গোপরেখীতে নৌকার কর্মীদের গণসংযোগে বিএনপি প্রার্থী আলিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল পারভেজসহ ১৮ নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। পটিয়া ॥ পটিয়ায় দুর্বৃত্তরা জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগের তৈরি একটি ‘নৌকা’। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর হাইদগাঁও ইউনিয়নের শাহ আকবরিয়া কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে। প্রতিবাদে শুক্রবার সকালে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ বিক্ষোভ মিছিল করে। নরসিংদী ॥ বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন হিসেবে বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বিএনপির প্রার্থী, কর্মী-সমর্থকদের ওপর শুরু হয়েছে হামলা-মামলা। নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনের প্রার্থী ও কর্মী-সমর্থকদের গাড়ি ভাংচুর ও নির্বাচনী ক্যাম্প দখল ও হামলা চালানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। সীতাকুন্ড ॥ চট্টগ্রামের সীতাকুন্ডের পৌর সদর এলাকায় নির্বাচনী অফিসে আগুন ও ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে ৪নং ওয়ার্ড ভূঁইয়াপাড়ায় শেখ রাসেল স্মৃতি সংসদে আগুন এবং গজারিয়া নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে ভাংচুর করার ঘটনা ঘটে। শুক্রবার সকালে নেতাকর্মীদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ দিদারুল আলম। বরিশাল ॥ বরিশাল-৫ (সদর) আসনে নৌকা প্রতীকের প্রার্থী কর্নেল (অব) জাহিদ ফারুক শামীমের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর থানার ওসি এআর মুকুল জানান, নৌকার প্রার্থীর পক্ষ থেকে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। নীলফামারী ॥ নীলফামারী-২ (সদর) আসনে পৃথক দুই স্থানে নির্বাচনী সহিংসতায় আওয়ামী লীগের তিন নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ওই হামলার ঘটনা ঘটে। নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে জামায়াত-শিবির ওই হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন আহতরা। এ ঘটনায় পঞ্চপুকুর ইউনিয়ন জামায়াতের সাথী সদস্য দেলোয়ার হোসেন (৩০) ও আবুজার রহমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
×