ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

লাখ লাখ ডলার ঘুষ নেয়ার অভিযোগ

বিচারের সম্মুখীন আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কির্চনার

প্রকাশিত: ০৩:৪৮, ২২ ডিসেম্বর ২০১৮

  বিচারের সম্মুখীন আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট  কির্চনার

আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনারকে দুর্নীতির জন্য বিচারের সম্মুখীন করা হবে। এক কেন্দ্রীয় আদালত বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। ক্ষমতায় থাকাকালীন লাখ লাখ ডলার ঘুষ গ্রহণের অভিযোগ রয়েছে কির্চনারের বিরুদ্ধে। খবর এএফপির। তার বিরুদ্ধে কুখ্যাত ‘দুর্নীতি নোটবই’ কেলেঙ্কারি বিষয়ক এক অপরাধ নেটওয়ার্ক চালু করার অভিযোগ রয়েছে। ব্যবসায়ীরা সরকারী কর্মকর্তাদের যে লাখ লাখ ডলার ঘুষ দিয়েছেন তার রেকর্ড সতর্কতার সঙ্গে পরীক্ষা করার পর এ কেলেঙ্কারি বেরিয়ে এসেছে। ঘুষ গ্রহণ করা হয়েছে মন্ত্রণালয়ের এক গাড়িচালকের মাধ্যমে। আদালত বিচারক ক্লডিও বোনাদিওয়ের কাছ থেকে একটি অনুরোধ পেয়েছে, বর্তমান সিনেটর কির্চনারের বিরুদ্ধে বিচারপূর্ব আটকের নির্দেশ দেয়া হোক। কিন্তু পার্লামেন্টে পাস হওয়া পক্ষপাতমূলক তার দায়মুক্তির জন্য তা সম্ভব নয়। তাকে তাই কারাদন্ড দেয়া যাবে না। কিন্তু তার বিরুদ্ধে মামলা করা যাবে। সিনেট আগস্টে আংশিক দায়মুক্তি প্রত্যাহার করে নেয়, যাতে তার ৩টি বিলাসবহুল বাড়ির ব্যাপারে তদন্ত চালানো যেতে পারে। কিন্তু দায়মুক্তি সম্পূর্ণভাবে প্রত্যাহার করা না হলে তাকে কারাদন্ড দেয়া যাবে না এবং এমনকি দোষী সাব্যস্ত করা হলেও তা সম্ভব নয়। বিচার শুরু করার সিদ্ধান্ত শোনার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মাউরিসিও ম্যাক্রির সরকারের তীব্র সমালোচনা করেছেন কির্চনার। তিনি বলেছেন, আমি বলি, এ রায় কোথায় লিখিত হবে? সবকিছু হচ্ছে ম্যাক্রির আবেদনের টিভিতে এবং তার তৈরি রীতিনীতিতে। তিনি মধ্য ডানপন্থী জোট ক্যাম্বিমোয় ও সংবাদপত্র ক্ল্যারিনের দিকে আঙুল তুলেও এ কথা বলেন। পত্রিকাটি তার বিরোধিতা করছে দীর্ঘদিন ধরেই। আদালত কির্চনারের ১শ’ ৫০ কোটি পেসো (৩ কোটি ৮০ লাখ ডলার) মূল্যের সম্পদ বাজেয়াফত করেছে এবং অবৈধ কার্যকলাপে তার ভ‚মিকার জন্য তার বিরুদ্ধে মামলা করতে সাবেক পরিকল্পনামন্ত্রী জুলিও ডি ভাইডোকে নির্দেশ দিয়েছে। অন্য কয়েকজন, সাবেক জুনিয়র মন্ত্রী ও ব্যবসায়ীকে আটকাবস্থা থেকে মুক্তি দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে ঘুষ গ্রহণের মামলা চলবে। কির্চনার (৬৫) ও তার প্রয়াত স্বামী ও প্রেসিডেন্ট হিসেবে তার পূর্বসূরি নেস্তোর ব্যাপক পর্যায়ে গণপূর্ত বিভাগে ঠিকাদারির বিনিময়ে ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ ডলার ঘুষ নিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। এ অবৈধ অর্থ আদান-প্রদান গাড়িচালক ওয়কার সেন্টি তার নোট বইয়ে টুকে রেখেছিলেন। নোটবইগুলো আটক করেছেন তদন্ত কর্মকর্তারা। নেস্তোর কির্চনার ২০১৪ সালে হৃদ-আক্রমণে মারা যান। তিনি ২০০৩ থেকে ২০০৭ পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
×