ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের অভিযোগ

পশ্চিমা স্বার্থ টার্গেট করে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে চীন

প্রকাশিত: ০৫:০১, ২১ ডিসেম্বর ২০১৮

 পশ্চিমা স্বার্থ টার্গেট করে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে চীন

দিনটি ছিল ২০১৮ সালের ১ এপ্রিল, ইস্টার সপ্তাহান্তের ছুটির দিন। জু ইয়ানজুন ব্রাসেলসে গ্রান্ড প্লেসের কাছাকাছি সেন্ট ক্যাথারিন এলাকায় ব্যস্ত সমস্ত বার ও রেস্তরাঁগুলোর মধ্যে অবস্থান করছিলেন। খবর বিবিসি। জু বিমানে আমস্টারডাম যান এবং এরপর তিনি তার ইউরোপীয় ছুটির প্রথম অংশটি কাটানোর জন্য যান বেলজিয়ামে। মার্কিন কর্তৃপক্ষের মতে, তিনি পর্যটক ছিলেন না। অভিযোগ রয়েছে জু সেখানে গেছেন জিই এভিয়েশন কোম্পানির এক আমেরিকান কর্মকর্তার সঙ্গে সাক্ষাতের জন্য। জিই এভিয়েশন বিমানের ইঞ্জিন নক্সার জন্য একটি বিশেষজ্ঞ কোম্পানি। এ কোম্পানি বিমানের বিভিন্ন উপাদান নির্মাণে কয়েক দশকে ব্যয় করেছে লাখ লাখ ডলার। এ উপাদানগুলো বেশ হাল্কা শক্ত ও সস্তা ফ্যান-ব্লেডের জন্য এবং ইঞ্জিনের ভেতর আবরণের জন্য উপযোগী। যুক্তরাষ্ট্রের এক অভিযোগে বলা হয়, জু প্রত্যাশা করছিলেন, তার কাছে কোন আমেরিকান উপাদান তৈরির গোপন তথ্য হস্তান্তর করবেন মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ। তাই বলা যায়, জু চীনের মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) একজন গুপ্তচর। কিন্তু তিনি এক অপ্রীতিকর চমকের সম্মুখীন হলেন। কোন আমেরিকান চুক্তিতে পৌঁছবার পরিবর্তে তিনি গ্রেফতার হলেন বেলজীয় পুলিশের হাতে। এফবিআইয়ের হাতে ছিল তার বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা। অভিযোগে বলা হয়, জুয়ের গোপন তথ্য চুরির ষড়যন্ত্র শুরু হয় ২০১৭ সালের মার্চে। বাণিজ্যিক ও সামরিক বিমানের ইঞ্জিন সরবরাহ কোম্পানি জিই এভিয়েশনের এক কর্মচারী নানজিং ইউনিভার্সিটি অব এ্যাবোনটিকস এ্যান্ড এ্যাস্ট্রোনটিকসের (এনইউএএ) কোন এক ব্যক্তির কাছ থেকে একটি ইমেল পান। ইমেলটিতে লেখা, ‘প্রকৌশলী কি কিছুর বিনিময়ে চীন আসতে চান? তার ভ্রমণ ব্যয় প্রদান করা হবে।’ অভিযোগে বলা হয়, ২০১৭ সালের মের মধ্যে প্রস্তাব করা হয় যে, কর্মচারীটি ইঞ্জিনের জন্য জিইয়ের নতুন বিশেষ ধরনের উপাদান বিষয়ে এক ব্যাপক প্রযুক্তিগত রিপোর্ট প্রদান করবেন। কর্মচারী এক সপ্তাহের জন্য চীন যান এবং ২ জুন এক আলোচনায় মিলিত হন। এ সময় তিনি জুয়ের সঙ্গে সাক্ষাত করেন। জু জিয়াংযু প্রদেশে ষষ্ঠ ব্যুরোর উপবিভাগীয় পরিচালক হিসেবে এমএসএস’র দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি প্রকৌশলীকে একটি ব্যবসা কার্ড দিয়েছিলেন। কার্ডে পরিচিতি পাওয়া যায় যে তার নাম কু হুই এবং তিনি এক সংস্থায় বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নে কাজ করেন। তিনি বিস্তারিতভাবে বলেন, তিনি প্রকৌশলীর হোটেল ও খাবারের খরচ প্রদান করছেন এবং আলোচনার জন্য সম্মানী হিসেবে ৩ হাজার ৫শ’ মার্কিন ডলারও দেয়া হয়। এ দু’জন পরস্পরের সংস্পর্শে থাকেন এবং উপাদানের ওপর আরও তথ্য পাঠানো হয়। ক্রমবর্ধমানভাবে এটা স্পষ্ট হয় যে, কোম্পানির স্পর্শকাতর তথ্য হস্তান্তরের জন্যই তাকে জিজ্ঞাসা করা হয়। অভিযোগে বলা হয়, গুরুত্বপূর্ণ বার্তা বিনিময় করা হয়েছে। প্রকৌশলী বলেছেন, এ বিষয়ে বাণিজ্যিক গোপনীয়তা রক্ষা করা হয়। জু বলেন, তারা বিষয়টি ব্যক্তিগতভাবে আলোচনা করতে পারতেন। তিনি বলেন, প্রকৌশলীর উচিত ছিল তার কোম্পানি কম্পিউটার থেকে ফাইল ডিরেক্টরিতে অনুলিপি তৈরি করা। এ সময়ের মধ্যে জিই এভিয়েশনে কী ঘটছে তা উদঘাটন করে। প্রকৌশলী জিই ও আইন প্রয়োগ সংস্থাকে সহযোগিতা করে আসছিল। তার বিরুদ্ধে অবশ্য কোন অভিযোগ নেই। জু বুঝতে পারেননি যে, তার কথিত চুক্তি তার বিরুদ্ধে কাজ করছে।
×