ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তাসকিনের ফেরা বিসিএলে ব্যাটিং বিপর্যয় উত্তরাঞ্চলের

প্রকাশিত: ০৭:১৩, ২০ ডিসেম্বর ২০১৮

তাসকিনের ফেরা বিসিএলে ব্যাটিং বিপর্যয় উত্তরাঞ্চলের

স্পোর্টস রিপোর্টার ॥ সপ্তম বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) পঞ্চম রাউন্ডে বৃষ্টির বাগড়া, তাই প্রথমদিনে বল মাঠে গড়ায়নি দুটি ম্যাচেই। দ্বিতীয়দিনেও আংশিক খেলা হয়েছে। এর মধ্যেই রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বিসিবি উত্তরাঞ্চল। ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে তারা ৯২ রান তুলতেই হারিয়েছে ৫ উইকেট। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরেই ২ উইকেট নিয়েছেন মধ্যাঞ্চলের পেসার তাসকিন আহমেদ। তবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বেশ ভাল ব্যাটিং করেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দ্বিতীয়দিন শুরু হওয়া খেলায় ৬৭ ওভার ব্যাট চালিয়ে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে তারা ৪ উইকেটে তুলেছে ২০৪ রান। উত্তরাঞ্চল-মধ্যাঞ্চল ম্যাচ (রাজশাহী) ॥ টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে সাবধানী শুরুর পরও বিপর্যয় আটকাতে পারেনি উত্তরাঞ্চল। ১১ বলে ১৯ রান করা মিজানুর রহমানকে শিকার করেন তাসকিন। গত অক্টোবরে জাতীয় ক্রিকেট লীগের একটি ম্যাচ খেলার পর থেকেই সাইড স্ট্রেইনে পড়ে মাঠের বাইরে ছিলেন এ ডানহাতি পেসার। ফেরার পর প্রথম ম্যাচটা এখন পর্যন্ত বেশ ভালই যাচ্ছে তার। মধ্যাঞ্চলের হয়ে ২৮ রানে ২ উইকেট তুলে নিয়েছেন তিনি। ৫ উইকেটে ৯২ রান তুলে দ্বিতীয়দিন শেষ করা উত্তরাঞ্চল বেশ বিপর্যস্ত অবস্থাতেই আছে। জুনায়েদ সিদ্দিকী সর্বোচ্চ ৩৫ রান করেছেন। ২৯ রানে ব্যাট করছেন নাঈম ইসলাম। পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চল ম্যাচ (বগুড়া) ॥ টস হেরে ব্যাট করতে নেমে ৭৫ রানের উদ্বোধনী জুটিতে ভাল একটা ভিত পেয়ে যায় পূর্বাঞ্চল। তবে এরপর ইমরুল কায়েস ৩৭, রনি তালুকদার ৪০ রানে সাজঘরে ফেরার মাঝে মাত্র ৩ রানেই আউট হয়েছেন মুমিনুল হক। কিন্তু চতুর্থ উইকেটে ইয়াসির আলী ও মোহাম্মদ আশরাফুলের ১০৩ রানের জুটিতে স্বস্তিদায়ক অবস্থানে পৌঁছে পূর্বাঞ্চল। আশরাফুল ৩৭ রানে সাজঘরে ফিরলেও ইয়াসির ১৩৩ বলে ৭ চার, ১ ছক্কায় ৭০ রানে ব্যাট করছেন। ৪ উইকেটে ২০৪ রানে দ্বিতীয়দিন শেষ করেছে তারা। দক্ষিণাঞ্চলের হয়ে মেহেদী হাসান ৪৭ রানে ২ উইকেট নিয়েছেন।
×