ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

‘ট্রাম্প ব্যাঙ’

প্রকাশিত: ০৬:০৭, ২০ ডিসেম্বর ২০১৮

‘ট্রাম্প ব্যাঙ’

মার্কিন মুলুকের প্রেসিডেন্টদের নাম বরাবরই সম্মানজনক বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকে। তবে এ ক্ষেত্রে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যতিক্রম হলেন। সম্প্রতি একটি তুচ্ছ বিষয়ের সঙ্গে ট্রাম্পের নাম জড়িয়ে গেল। নতুন একটি চোখহীন, ছোট্ট ব্যাঙের নামকরণ করা হয়েছে ট্রাম্পের নামে। পানামার মরুভূমিতে সম্প্রতি ব্যাঙটির সন্ধান পাওয়া যায়। আবিষ্কারের সময় ছোট্ট এই ব্যাঙটি বালির মধ্যে মাথা গুঁজে ছিল। খবরে বলা হয়েছে, বিশ্বে জলবায়ু পরিবর্তন নিয়ে ডোনাল্ড ট্রাম্প সব যেমন দেখেও না দেখার ভান করছেন, এই ব্যাঙটিও ঠিক সেভাবে বিশ্বকে দেখতে না পেরে বালির মধ্যে মাথা গুঁজে থাকে। নতুন আবিষ্কৃত এই ব্যাঙটির নাম রাখা হয়েছে, ডারমোফিস ডোনাল্ডট্রাম্পি। প্রখ্যাত পরিবেশবাদী সংগঠন এনভারো বিল্ড সম্প্রতি ব্যাঙটির এই নাম দেয়। সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনে সচেতনতা বৃদ্ধিতে এই পদক্ষেপ ভূমিকা রাখবে। সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা আইদান বেল এক বিবৃতিতে বলেন, ছোট্ট ও চোখহীন এই প্রাণী যেমন এটির চোখ বালুতে গুঁজে রাখে, জলবায়ু পরিবর্তনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট একই আচরণ করছেন। তিনি যেন দেখেও অনেক কিছু দেখছেন না। গত মাসে ট্রাম্প এক অনুষ্ঠানে বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যুক্তরাষ্ট্র প্রতিবছর প্রচুর অর্থ ঢালে, আমার মনে হয় এসবের দরকার নেই। অবশ্য গত বছর ডোনাল্ড ট্রাম্পের নামে একটি প্রজাপতির নামকরণ করা হয়েছিল। -বিবিসি অবলম্বনে।
×