ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টনের সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত: ০৭:৩২, ১৯ ডিসেম্বর ২০১৮

আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টনের সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক জুনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতার বালক এককে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের আব্দুল হামিদ লোকমান, গৌরব সিং, খন্দকার আবদুস সোয়াদ এবং সিবগাত উল্লাহ। বালিকা এককে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের উর্মি আক্তার, রহিমা জেরিন আহম্মেদ, যুক্তরাষ্ট্রের রুহি রাজু ও ভারতের ত্রিষা জলি। মঙ্গলবার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পুরুষ এককের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের হামিদ স্বদেশী মঙ্গল সিংহকে, গৌরব স্বদেশী আকিব সোলায়মানকে, সোয়াদ স্বদেশী রওনক নবী প্রিয়কে এবং সিবগাত স্বদেশী মোহাম্মদ হানিফকে; বালিকা এককের কোয়ার্টারে বাংলাদেশের উর্মি ভুটানের থিনলে ওয়াগমুকে, জেরিন স্বদেশী ফারবিন বিনতে ইমদাদকে, রুহি বাংলাদেশের রেশমা আক্তারকে এবং ত্রিষা বাংলাদেশের ফারজানা আক্তারকে হারিয়ে সেমিতে ওঠে। এদিকে বালক দ্বৈতের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের রাজেশ চন্দ্র দে ও রওনক নবী প্রিয় জুটি শ্রীলঙ্কার দুনশান ও নিলংকা জুটিকে, বাংলাদেশের গৌরব সিং ও মঙ্গল সিং জুটি মালদ্বীপের আরসালান আলী ও আহমেদ নিবাল জুটিকে, বাংলাদেশের মোহাম্মদ হানিফ ও আব্দুল হামিদ লোকমান জুটি ভুটানের রিনজিন ও তেনজিন জুটিকে এবং বাংলাদেশের সিবগাত উল্লাহ ও আকিব সোলাইমান জুটি ভুটানের জিম্বা সাংগে ও ইয়েসি রাতিন জুটিকে হারিয়ে সেমিতে ওঠে। বালিকা দ্বৈতের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের রহিমা জেরিন আহমেদ ও ক্যামেলি ইসলাম জুটি ভুটানের ফুনশু দিমা ও থিনলে ওয়াগমু জুটিকে, মিশ্র দ্বৈতের কোয়ার্টারে বাংলাদেশের গৌরব সিং ও উর্মি আক্তার জুটি ভুটানের অনিশ গুরং ও থিনলে ওয়াগমুকে, বাংলাদেশের মঙ্গল সিং ও ফারবিন বিনতে ইমদাদ জুটি স্বদেশী হানিফ মোহাম্মদ ও ক্যামেলি ইসলাম জুটিকে, বাংলাদেশের আব্দুল হামিদ লোকমান ও রেশমা আক্তার জুটি স্বদেশী আকিব সোলাইমান ও ফারজানা আক্তার জুটিকে এবং ভারতের মানবরাজ সুমিত ও ত্রিষা জলি জুটি বাংলাদেশের রাজেশ চন্দ্র দে ও রহিমা জেরিন আহমেদ জুটিকে হারিয়ে শেষ চারে নাম লেখায়।
×