ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইল ভূমি অফিস চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে

প্রকাশিত: ০৫:২৪, ১৫ ডিসেম্বর ২০১৮

 টাঙ্গাইল ভূমি অফিস চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে

স্টাফ রিপোর্টার ॥ কর্মকর্তাদের পদ শূন্য থাকায় টাঙ্গাইল জেলার ভূমি অফিস চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। জেলায় ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে পদ শূন্য রয়েছে ২০৩টি। এতে মাঠ পর্যায়ে জনবল সঙ্কটে ব্যাহত হচ্ছে ভূমি রাজস্ব প্রশাসনের কার্যক্রম। ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। টাঙ্গাইলে ১০১টি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পদের বিপরীতে আছেন মাত্র ৩০ জন। রেভিনিউ ডেপুটি কালেক্টর পদও দীর্ঘদিন ধরে শূন্য। আর সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলী পদে আজ পর্যন্ত নিয়োগই হয়নি। জেলায় ভূমি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে শূন্য ২০৩টি পদ। জনবল সঙ্কটে ইউনিয়ন পর্যায়ে একজন কর্মকর্তাকে একাধিক কার্যালয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে বাধাগ্রস্ত হচ্ছে পুরো সেবা প্রক্রিয়া। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা বলছেন, বিভিন্ন কাজে মাঠ পর্যায়ে যেতে হয় তাদের। লোকবল কম থাকায় বঞ্চিত হচ্ছেন সেবা গ্রহীতারা। জেলা প্রশাসক বলছেন, ভূমি প্রশাসনে লোক নিয়োগের বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উচ্চ আদালতের আদেশে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদে নিয়োগ ও পদোন্নতি স্থগিত রয়েছে।
×