ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌদিকে সমর্থন বন্ধ করুন

প্রকাশিত: ০৪:১৭, ১৫ ডিসেম্বর ২০১৮

সৌদিকে সমর্থন বন্ধ করুন

মার্কিন সিনেট বৃহস্পতিবার সৌদি আরবের পক্ষ নেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বড় আঘাত হানলো। তারা ইয়েমেন যুদ্ধে রিয়াদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন প্রত্যাহার করার একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে। প্রস্তাবটি ৫৬-৪১ ভোটে পাস হয়। অন্য এক প্রস্তাবে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার জন্য সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়ী করা হয়। খবর এএফপির। সিনেটের এই প্রস্তাব মানতে মার্কিন প্রশাসন বাধ্য না হলেও ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটরদের সৌদিবিরোধী অবস্থান ট্রাম্পের ওপর চাপ বাড়াবে। প্রস্তাবে সিনেটররা ইয়েমেন যুদ্ধে লড়াইরত সব মার্কিন সৈন্যকে ফিরিয়ে নিতে আহ্বান জানান। উটাহর রিপাবলিকান সিনেটর মাইক লির সঙ্গে স্বতন্ত্র সিনেটর বার্নি স্যান্ডারস প্রস্তাবটি ভোটাভুটিতে তোলেন। ভোটের পর স্যান্ডারস বলেন, সৌদি আরবের নিষ্ঠুর সরকারকে আজ আমরা বলছি, আমরা তাদের সামরিক কর্মকা-ের অংশ নই। বিশ্বে এ মুহূর্তে চলা সবচেয়ে অমানবিক দুর্যোগে যুক্তরাষ্ট্র অংশীদার হবে না। বিষয়টি ব্যাপকভাবে প্রতীকী হলেও দ্বিদলীয় পদক্ষেপটি ট্রাম্পকে নতুন করে সতর্কতা প্রদান করেছে। তিনি ইয়েমেন সংঘাতের ওপর মারাত্মক আপত্তি ও অসন্তোষ থাকা সত্ত্বেও সমর্থন দিয়েছেন এবং সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ব্যাপারেও সৌদি শাসকদের পক্ষে কথা বলেছেন। প্রস্তাবে ৪৯ ডেমোক্র্যাট ও তাদের মিত্ররা বিলটির পক্ষে ভোট দেন। যাতে সাত রিপাবলিকানও রয়েছেন। এছাড়া তিনজন রিপাবলিকান ভোটদানে বিরত থাকেন। জানুয়ারিতে প্রস্তাবটি নিয়ে হাউস অব রিপ্রেজেনটেটিভে বিতর্ক করা হবে। যদিও প্রেসিডেন্ট ভেটো দিতে পারবেন। তবে সিনেট ভোট হোয়াইট হাউস ও রিয়াদ উভয়ের প্রতি তাদের ওপর ক্ষোভ নিয়ে একটি শক্তিশালী বার্তা প্রেরণ করল। ইয়েমেনে চলমান বেসামরিক লোকের মৃত্যুর সংখ্যা ও খাশোগি হত্যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালো সিনেট। ইয়েমেন যুদ্ধে বেসামরিক নাগরিক হত্যা ক্ষোভের কারণে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর হুতি বিদ্রোহীদের ওপর হামলায় মার্কিন সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে কঠোর অবস্থানে গেল। যেদিন রেজুলেশনটি পাস হলো সেদিনই সুইডেনে জাতিসংঘের সমর্থনে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। সেখানে ইয়েমেনের বিবদমান পক্ষগুলো হুদায়দা বন্দরে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আলোচনা নিয়ে আশা প্রকাশ করেছেন এবং বলেছেন, শান্তি সম্ভব হবে। চার বছরের ইয়েমেন যুদ্ধে প্রায় দশ হাজার লোক নিহত এবং দুই কোটি লোক দুর্ভিক্ষ কবলিত হওয়ার হুমকির সম্মুখীন হয়েছেন। মার্কিন সিনেটে সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাককনেল যিনি ট্রাম্পের অনুগত তিনি ইয়েমেন প্রস্তাবটির বিরুদ্ধে তার দলের সদস্যদের ভোট দিতে আহ্বান জানিয়েছেন। তবে তিনি যুবরাজ বিন সালমানের বিরুদ্ধে করা প্রস্তাবটিতে পক্ষে ভোট দিয়েছেন। ট্রাম্পের কট্টর সমালোচক রিপাবলিকান সিনেটর বব ক্রোকার, প্রেসিডেন্টকে তার অবস্থানের জন্য হুঁশিয়ার করে দেন। অনুযায়ী, সিনেট বিশ্বাস করে যুবরাজ বিন সালমানই সাংবাদিক জামাল খাশোগি হত্যার জন্য দায়ী। এতে সৌদিতে আটক ব্লগার রাইফ বাদাউয়ি, তার বোন সামার বাদাউয়ি ও অপর সৌদি নারী অধিকার কর্মীদের মুক্তির আহ্বান জানানো হয়। তারা এ বছরই রাজনৈতিক বন্দী হিসেবে আটক হয়েছেন। প্রস্তাবে বলা হয়, যুক্তরাষ্ট্র-সৌদি আরবের মধ্যকার সম্পর্ক মার্কিন জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। তারপরও রিয়াদকে তার ক্রমবর্ধমান বিদেশ নীতিতে মধ্যপন্থা অবলম্বনে আহ্বান জানানো হচ্ছে। রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, এখানে আমি বিশ্বাস করি : সৌদি আরবের আমাদের প্রয়োজন আমাদেরকে তাদের প্রয়োজনের চেয়ে অনেক বেশি। এজন্য খুব বেশি কিছু জিজ্ঞাসা করা হচ্ছে না। কোন মিত্র কনস্যুলেটের ভেতরে কাউকেই হত্যা করা যায় না। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নয়। তাই আমি যুবরাজ কি করছেন তার পরের ঘটনার দিকে তাকাচ্ছি না।
×