ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কণ্ঠশীলনের আবৃত্তি সন্ধ্যা ‘মহীয়সী রোকেয়া’

প্রকাশিত: ০৪:৪৯, ১০ ডিসেম্বর ২০১৮

 কণ্ঠশীলনের আবৃত্তি সন্ধ্যা ‘মহীয়সী  রোকেয়া’

স্টাফ রিপোর্টার ॥ কবিতার দোলায়িত ছন্দে উচ্চারিত হলো বেগম রোকেয়ার কথা। বাচিকশিল্পীদের শিল্পিত উচ্চারণে বর্ণিত হলো মহীয়সী এই নারীর জীবনগাথা। রবিবার এভাবেই উদ্যাপিত হলো নারী জাগরণের এই অগ্রদূতের জন্ম ও মৃত্যুদিন। হেমন্ত সন্ধ্যায় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে কণ্ঠশীলন পরিবেশন করে আবৃত্তি প্রযোজনা ‘মহীয়সী রোকেয়া’। রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে সাজানো ছিল কবিতানির্ভর প্রযোজনাটি। তার বিখ্যাত গ্রন্থাবলী ‘অবরোধবাসিনী’, ‘মতিচুর’, ‘সুলতানার স্বপ্ন’, ‘চিঠি-পত্র’ ও ‘পদ্মরাগ’ উপন্যাসের নির্যাসে সজ্জিত প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন গোলাম সারোয়ার। অনুষ্ঠানের সূচনা বক্তব্যে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষার একটি প্রতিষ্ঠান। ঊনবিংশ শতাব্দীর কুসংস্কারাচ্ছন্ন রক্ষণশীল সমাজের শৃঙ্খল ভেঙ্গে নারী জাতির মধ্যে ছড়িয়ে দেন শিক্ষার আলো। ক্ষুরধার লেখনির মাধ্যমে নারীর প্রতি সমাজের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হানেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজের মধ্য দিয়ে পশ্চাৎপদ নারী সমাজকে আলোর পথ দেখান।’ ‘মহীয়সী রোকেয়া’ প্রযোজনাটির আলোক পরিকল্পনা করেছেন ওয়াসিম আহমেদ, সঙ্গীত পরিকল্পনায় অনিন্দ্য মাহদী, কোরিওগ্রাফিতে ছিলেন সানজিদা আলম আঁখি এবং মঞ্চ পরিকল্পনায় মোস্তফা কামাল। প্রযোজনায় অংশগ্রহণ করেন হাসিনা হাসি, ইলা রহমান, অনন্যা গোস্বামী, খাইরুন নাহার স্নিগ্ধ, রাজিয়া সুলতানা মুক্তা, মিফতাহুল জান্নাত নিপুণ, শিরিন সুলতানা মিথিলা, শাহানা রহমান, আফরিন খান, আয়শা বিনতে খালেক, অনুপমা আলম, রাবেয়া হক, রোখসানা ফেরদৌসী কুইন ও সানজিদা সুলতানা।
×