ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টিমস এশিয়া ইমার্জিং কাপ

মোসাদ্দেকের শতকে হংকংকে হারাল বাংলাদেশ

প্রকাশিত: ০৬:০৫, ৮ ডিসেম্বর ২০১৮

মোসাদ্দেকের শতকে হংকংকে হারাল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার উদ্বোধনী ম্যাচে নিচু সারির আরব আমিরাত অনুর্ধ-২৩ ক্রিকেট দলের কাছে ৯৭ রানের লজ্জাজনক পরাজয় দেখেছিল বাংলাদেশ অনুর্ধ-২৩ দল। করাচীতে শুক্রবার ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তবে হংকং অনুর্ধ-২৩ ক্রিকেট দলকে হারাতেও বেশ ঘাম ঝরেছে। মোসাদ্দেক হোসেন সৈকতের সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ২৮ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৮৬ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। দলীয় ৯ রানে ওপেনার মিজানুর রহমান (৮০) সাজঘরে ফেরার পর দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন জাকির হাসান (৪৯) ও নাজমুল হোসেন শান্ত (৩৬)। এ দু’জনের বিদায়ের পর হাল ধরে মোসাদ্দেক সেঞ্চুরি হাঁকান। তিনি ৮৬ বলে ৮ চার, ৩ ছক্কায় ১০০ ও ইয়াসির আলী ৪৩ বলে ৪ চার, ১ ছক্কায় ৪৫ রান করেন। হংকংয়ের পক্ষে দুই পেসার আইজাজ খান ৩টি ও এহসান নেওয়াজ ২টি উইকেট নেন। জবাব দিতে নেমে ওপেনার নিজাকত খানের ৯৫ বলে ৯ চার, ৩ ছক্কায় করা ৯২ রানের সুবাদে দারুণ লড়াই করে হংকং। বাবর হায়াতের সঙ্গে তৃতীয় উইকেটে ১০১ রানের জুটি গড়ে তিনি জয়ের স্বপ্নও দেখান। কিন্তু বাবরও ৯৫ বলে ৫ চার, ৩ ছক্কায় ৯১ রানে সাজঘরে ফেরার পর তাদের সেই স্বপ্ন সত্য হয়নি। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৮ রান করতে সক্ষম হয় তারা। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন পেসার খালেদ আহমেদ ও মোসাদ্দেক।
×