ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শন মার্শের লজ্জার রেকর্ড

প্রকাশিত: ০৬:০১, ৮ ডিসেম্বর ২০১৮

 শন মার্শের লজ্জার রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাডিলেডে চলমান টেস্টে ভারতের ইনিংসের সময় একটি রেকর্ডে নাম লিখিয়েছেন অসি স্পিনার নাথান লেয়ন। প্রথম বোলার হিসেবে টেস্টে ২০০টি ছক্কার মার হজম করতে হয়েছে তাকে। যেটি ‘লজ্জা’র না হলেও ‘অস্বস্তিকর’ তো বটেই। এবার নিজেদের ইনিংসে আরেকটি রেকর্ড গড়লেন আরেক অস্ট্রেলীয়। তিনি টপঅর্ডারের ব্যাটসম্যান শন মার্শ। ১৮৮৮ সালের পর অস্ট্রেলিয়ার টপঅর্ডারের ব্যাটসম্যান হিসেবে টেস্টে টানা ছয় ইনিংসে ১০ রান করার আগেই আউট হয়েছেন মার্শ। এই শতাব্দীর শুরু থেকে দীর্ঘদিন ক্রিকেট দুনিয়া দাপিয়ে বেড়িয়েছিল অস্ট্রেলিয়া। তাদের দুর্দান্ত প্রতাপের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারেনি কেউই। কিন্তু সেইদিন আর নেই। নেই স্টিভ ওয়াহ, রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গারদের মতো ব্যাটসম্যানরাও। এই সত্যটাই আবারও স্পষ্ট হয়ে ওঠে এ্যাডিলেডে, ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে। শুক্রবার চার নম্বরে ব্যাট করতে নামেন মার্শ। অশ্বিনের বলে বোল্ড হওয়ার আগে ১৯ বলে করেন মাত্র ২ রান। আর এর মধ্য দিয়ে ১৩০ বছর আগের একটি লজ্জার স্মৃতি ফিরিয়ে আনেন তিনি। মার্শ ১৮৮৮ সালের পর অস্ট্রেলিয়ার টপঅর্ডারের একমাত্র ব্যাটসম্যান যিনি টেস্টে টানা ৬টি ইনিংসে আউট হয়েছেন ১০ রানের কম করে।
×