ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শিল্পকলায় ক্যাম্পাস থিয়েটার উৎসব শুরু

প্রকাশিত: ০৫:৩৫, ৮ ডিসেম্বর ২০১৮

 শিল্পকলায় ক্যাম্পাস  থিয়েটার  উৎসব শুরু

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের কলেজ থিয়েটার তথা ক্যাম্পাস থিয়েটার আন্দোলনের বাছাইকৃত ১২টি ক্যাম্পাস থিয়েটারের সাহিত্য ও সময় উপযোগী গল্পে নির্মিত ১২টি নাটক নিয়ে শুরু হলো প্রথম ক্যাম্পাস থিয়েটার উৎসব। ‘শিক্ষা ও শিল্পের আলোয় ২০৪১-এ, পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’ প্রতিপাদ্যে উৎসবের আয়োজক বাঙলা কলেজ যুব থিয়েটার। সহযোগিতায় রয়েছে শিল্পকলা একাডেমি ও পিপলস থিয়েটার এ্যাসোসিয়েশন। শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির জাতীয় সঙ্গীত, আবৃত্তি ও নৃত্যকলা মিলনায়তনে তিন দিনের উৎসব উদ্বোধন করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ ও নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক। সভাপতিত্ব করেন রাজধানীর সরকারী বাঙলা কলেজের অধ্যক্ষ ড. ফেরদৌসী খান। একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে রবিবার পর্যন্ত চলবে এ উৎসব। প্রতিদিন বিকেল ৫টা থেকে শুরু থেকে নাট্য প্রদর্শনী চলবে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত।
×