ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইমার্জিং টিমস এশিয়া কাপ

আমিরাতের কাছে বড় হার বাংলাদেশের

প্রকাশিত: ০৭:২৮, ৭ ডিসেম্বর ২০১৮

আমিরাতের কাছে বড় হার বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার ॥ ইমার্জিং টিমস এশিয়া কাপ ক্রিকেটের উদ্বোধনী ম্যাচেই বড় পরাজয় দেখেছে বাংলাদেশ অনুর্ধ-২৩ ক্রিকেট দল। বৃহস্পতিবার করাচীতে অনুষ্ঠিত ম্যাচে সংযুক্ত আরব আমিরাত অনুর্ধ-২৩ দলের কাছে ৯৭ রানের লজ্জাজনক হারের শিকার হয়েছে সফরকারীরা। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে আমিরাত অনুর্ধ-২৩ দল। ১০২ রানের উদ্বোধনী জুটি ও ৫৮ রানের দ্বিতীয় উইকেট জুটিতে বড় সংগ্রহের ভিত পায় তারা। তবে বাংলাদেশী বোলারদের দারুণ প্রত্যাবর্তনে শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২৬৭ রানেই গুটিয়ে যায় আমিরাতের ইনিংস। ওপেনার আশফাক আহমেদ ৯৮, গোলাম সাব্বের ৫২ ও অধিনায়ক রোহান মুস্তাফা ৪০ রান করেন। ১৭ বছর বয়সী বাঁহাতি পেসার শরীফুল ইসলাম ৫৫ রানে ৪ ও আরেক পেসার খালেদ আহমেদ ৬৫ রানে ৩ উইকেট নেন। জবাব দিতে নেমে শুরু থেকেই বিপর্যস্ত বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ৩৬.৫ ওভারে মাত্র ১৭০ রানে। ওপেনার মিজানুর রহমান সর্বোচ্চ ৪৩, শফিউল ইসলাম ৩২ ও শরীফুল অপরাজিত ৩১ রান করেন। অধিনায়ক নুরুল হাসান সোহান ও বেশ কয়েকটি আন্তর্জাতিক ম্যাচ খেলা মোসাদ্দেক হোসেন সৈকত উভয়ে শূন্য রানে আউট হয়েছেন। আমিরাতের পক্ষে লেগস্পিনার ইমরান হায়দার ও বাঁহাতি স্পিনার আহমেদ রাজা ৪টি করে উইকেট নেন।
×