ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ম্যানইউ-আর্সেনাল লড়াই অমীমাংসিত

প্রকাশিত: ০৭:২৫, ৭ ডিসেম্বর ২০১৮

ম্যানইউ-আর্সেনাল লড়াই অমীমাংসিত

স্পোর্টস রিপোর্টার ॥ ইংল্যান্ডে পর্তুগীজ লৌহমানব জোশে মরিনহোর সময়টা মোটেও ভাল যাচ্ছে না। পরাশক্তি ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে কিছুতেই সফল হতে পারছেন না তিনি। এরই ধারাবাহিকতায় এবার ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে হতাশার ড্র করেছে রেড ডেভিলসরা। বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগের ম্যাচে দুইবার পিছিয়ে পড়ে অতিথি আর্সেনালের সঙ্গে ২-২ গোলে ড্র করে ম্যানইউ। হাইভোল্টেজ ম্যাচে হতাশ হলেও এ নিয়ে ইপিএলে নিজেদের মাঠে গানার্সদের বিপক্ষে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকল ম্যানইউ। আরেক ম্যাচে এগিয়ে যেয়েও হারতে হয়েছে চেলসিকে। ওলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে স্বাগতিকদের কাছে ব্লুজদের হার ২-১ গোলে। তবে প্রত্যাশিত জয় পেয়েছে লিভারপুল ও টটেনহ্যাম হটস্পার। বার্নলি সফরে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল। আর ওয়েম্বলি স্টেডিয়ামে অতিথি সাউদাম্পনকে একই ব্যবধানে হারের স্বাদ দিয়েছে টটেনহ্যাম। বর্তমানে ১৫টি করে ম্যাচ শেষে ৩৯ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে লিভারপুল। ৩৩ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে টটেনহ্যাম। আর আগের ৩১ পয়েন্ট নিয়ে চারে অবনমন হয়েছে চেলসির। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি সর্বোচ্চ ৪১ পয়েন্ট নিয়ে ট্রফি ধরে রাখার লক্ষ্যে ভালভাবেই এগিয়ে চলেছে। বড় ম্যাচ হলেও শুরুর দিকে ম্যানইউ-আর্সেনাল কোন দলকেই তেমন গোছালো আক্রমণ শাণাতে দেখা যায়নি। বিশ মিনিটের পর খেলা জমজমাট হয়ে উঠে। ২৬ মিনিটে ম্যানইউ গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ভুলে এগিয়ে যায় আর্সেনাল। লুকাস টোরেইরার কর্নারে জার্মান ডিফেন্ডার মুস্টাফির হেড এক ড্রপ খেয়ে ডি গিয়ার গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর আন্ডের এররেরা ফেরান। কিন্তু বল তার আগেই গোললাইন পেরিয়ে যায়। চার মিনিট পর এ্যান্থোনিও মার্শিয়াল সমতার হাসি ফেরান ইউনাইটেড সমর্থকদের মুখে। মার্কোস রোজোর ফ্রিকিক গোলরক্ষক বার্নড লেনো ফিস্ট করে ফেরানোর পর দ্রুত দৌড়ে গিয়ে হেরেরা আড়াআড়ি বল বাড়ান। জলদি টোকায় জাল খুঁজে নেন এই দিনে ২৩ বছর পূর্ণ করা ফরাসী ফরোয়ার্ড। অবশ্য গোলটি নিয়ে বিতর্ক আছে। টিভি রিপ্লেতে দেখা যায় অফসাইডে ছিলেন হেরেরা। এমনকি গোলটির উৎস যে ফ্রিকিকে, সেটাও বিতর্কিত সিদ্ধান্ত। বলের নিয়ন্ত্রণ নেয়ার লড়াইয়ে মাতেও গেনদুজি ফাউল না করলেও পড়ে গিয়ে ফ্রিকিক আদায় করেন মার্শিয়াল। বিরতির পর ৬৮ মিনিটে ফের এগিয়ে যায় আর্সেনাল। রোজোর আত্মঘাতীর সৌজন্যে জয়ের স্বপ্ন বুনতে থাকে অতিথিরা। কিন্তু পরের মিনিটেই সেয়াদ কেলাশিনাচের সঙ্গে গোলরক্ষক লেনোর ভুল বোঝাবুঝির সুযোগ কাজে লাগিয়ে স্বাগতিকদের সমতায় ফেরান জেসে লিনগার্ড। বাকি সময়ে আর গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল। আরেক ম্যাচে এক গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে বার্নলি থেকে জয় নিয়ে ফিরেছে লিভারপুল। ম্যাচে মোহাম্মদ সালাহ ও রবার্টো ফিরমিনোকে বেঞ্চে রেখে শুরুর একাদশ সাজান লিভারপুল কোচ জার্গেন ক্লপ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে এগিয়ে যায় বার্নলি। কর্নারে একজন হেড করার পর গোলরক্ষক আলিসন ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ডি বক্সে জটলার মধ্য থেকে সুযোগ কাজে লাগান জ্যাক কর্ক। ৬২ মিনিটে ডিভক অরিজির বানিয়ে দেয়া বল ডান পায়ের শটে জালে জড়িয়ে লিভারপুলকে সমতায় ফেরান জেমস মিলনার। অরিজির বদলি নামার তিন মিনিট পর লিভারপুলকে ৬৯ মিনিটে এগিয়ে নেন ফিরমিনো। ম্যাচের যোগ করা সময়ে সালাহর বাড়ানো বল মাপা শটে লক্ষ্যভেদ করে লিভারপুলের জয় নিশ্চিত করেন জারদান শাকিরি। অন্য ম্যাচে আবারও হারের স্বাদ পেয়েছে চেলসি। টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর টটেনহ্যাম হটস্পারের মাঠে ৩-১ গোলে হেরেছিল চেলসি। এবার হেরেছে ওলভারহ্যাম্পটনের কাছে। ম্যাচের শুরু থেকে বল দখলে ও আক্রমণে আধিপত্য করা চেলসি ১৮ মিনিটে এগিয়ে যায়। গোল করেন ইংলিশ মিডফিল্ডার রুবেন লোফ্টাস-চিক। বিরতির পর চার মিনিটের ব্যবধানে দুই গোল করে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। ৫৯ মিনিটে মর্গ্যান গিবস-হোয়াইটের রক্ষণচেরা পাস পেয়ে কোনাকুনি শটে দলকে সমতায় ফেরান মেক্সিকোর ফরোয়ার্ড রাউল হিমেনেস। আর ৬৩ মিনিটে জয়সূচক গোলটি করেন দিয়াগো জোটা।
×