ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ তরুণদের সমাজ ভাবনা

প্রকাশিত: ০৫:১৭, ৬ ডিসেম্বর ২০১৮

সমাজ ভাবনা ॥ বিষয় ॥ তরুণদের সমাজ ভাবনা

তরুণরাই দেশের ভবিষ্যত আর তারুণ্যেরই জয় হয়ে থাকে। পৃথিবীর ইতিহাসে দেখা গেছে তরুণরাই সমাজকে পুনর্গঠন করে সমাজের উন্নতি বিধান করেছে। আমাদের দেশের অতীত ইতিহাস পর্যালোচনা করে একই চিত্র পাওয়া যায়। ভাষা আন্দোলনে দেশের নবীনরাই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য অবদান রেখেছে। শহীদ রফিক, জব্বার, সালাম ও বরকতসহ অনেক তরুণের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। ঊনসত্তরের গণঅভ্যুত্থানে তরুণরাই বেশি অবদান রেখেছে। ১৯৭১ এ মুক্তিযুদ্ধে ছাত্রছাত্রীসহ তরুণ সমাজই স্বাধীনতা অর্জনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই জাতি ও দেশ গঠনে তরুণদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তরুণরাই জাতির সবচেয়ে সম্ভাবনাময় মানবসম্পদ। ওদের ওপর সমাজ ও জাতি অনেক কিছু নির্ভর করে। প্রশ্ন হলো এই তরুণ সমাজকে নিয়ে আমরা কতটা ভাবছি আর তারাই বা সমাজকে নিয়ে কি ভাবছে? ’৫২-এর ভাষা আন্দোলন থেকে ’৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত তরুণ সমাজের ভূমিকা প্রশংসনীয় হলেও বর্তমান তরুণ সমাজ কি করছেন, সমাজকে নিয়ে কি ভাবছে সেটা পর্যবেক্ষণ করতে হবে এবং আমাদের তরুণ সমাজকে দেশ গঠন কাজে নিয়োজিত করতে তাদের কাজ-কর্মে উৎসাহ প্রদান করতে হবে। তাদের জন্য সম্ভাবনা দ্বার উন্মোচন করতে হবে। তাদের বিভিন্ন কাজ-কর্মে সুযোগ-সুবিধা দিয়ে তাদের উৎসাহিত করতে হবে। তরুণ সমাজ বিপথগামী হয়ে গেলে ফলে দেশের ভবিষ্যত অন্ধকার এবং দেশ অধপতনে যাবে। তরুণদের সমাজ ভাবনা দেশ ও জাতি গঠনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এতে কোন সন্দেহ নেই। তরুণদেরও উচিত নিজেদের সঠিক পথে পরিচালিত করে দেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা অন্যথায় দেশের উন্নয়ন সম্ভবপর হবে না। অভিভাবক ও বয়স্কদের উচিত তরুণরা যাতে বিপথগামী না হয় সেদিকে যথাযথ নজর রাখা। কারণ একবার বিপথগামী হলে আর সহজে সঠিক পথে ফিরিয়ে আনা যাবে না। তারুণ্যের জয় হোক এটা সকলেরই কাম্য। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যত- এ কথাটাই মাথায় রেখে জীবনের প্রতিটি স্তরে তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে। এর কোন বিকল্প নেই। ব্যত্যয় হলে শিশু মানুষ হবে না। দেশ ও সমাজ অধঃপতিত হবে। তাই প্রতিটি শিশুকে প্রকৃত মানুষ করে গড়ে তোলার দায়িত্ব তাদের অভিভাবকদের। তরুণ সমাজের প্রতি সমাজের আমাদের দাবি হলো দেশ গড়ার জন্য তাদের জীবনের প্রথম থেকেই সুনাগরিক হওয়ার ব্রত নিয়ে কাজ করার অঙ্গীকার করা। কলাবাগান, ঢাকা থেকে
×