ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুবিধাবঞ্চিত মানুষের ত্বকের সুস্থতায় ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’

প্রকাশিত: ০৫:১১, ৫ ডিসেম্বর ২০১৮

সুবিধাবঞ্চিত মানুষের ত্বকের সুস্থতায় ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’

বিগত কয়েক বছরের মতো এবারও ত্বকের সুস্থতায় ভ্যাসলিনকে পাশে পেয়েছে সুবিধাবঞ্চিত মানুষ। ত্বকের শুষ্কতা, ফেটে যাওয়া পা, ঠোঁট ফাটা, হালকা কাটা-ছেঁড়া ইত্যাদির মতো ছোট ছোট সমস্যাগুলো সুবিধাবঞ্চিত মানুষদের জন্য হয়ে উঠতে পারে বড় অসুখের কারণ। এমন একটি ভাবনা থেকেই ২০১৬ সালে ভ্যাসলিন শুরু করে ‘ভ্যাসলিন হিলিং প্রজেক্ট’। তারই ধারাবাহিকতায় এ বছর এই প্রজেক্টের অংশ হিসাবে কক্সবাজারের রিফিউজি ক্যাম্পে আয়োজন করা হয় সচেতনতামূলক অনুষ্ঠানের। আর এ আয়োজনে ভ্যাসলিনের এনজিও পার্টনার হিসেবে ছিল টিএমএসএস। অনুষ্ঠানে রিফিউজিদের মাঝে ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি বিতরণ এবং ত্বক সংক্রান্ত সমস্যা সমাধানে হেল্থ ক্যাম্প গঠন করা হয়। রিফিউজিদের ত্বকের যাবতীয় সমস্যার প্রয়োজনীয় ও কার্যকরী পরামর্শ দিতে ভ্যাসলিনের পক্ষ থেকে প্রশিক্ষিত ডাক্তার ও নার্সদের নিযুক্ত করা হয়েছে ক্যাম্পগুলোতে। বিগত বছরের মতো এবারও ভ্যাসলিন হিলিং প্রজেক্ট আয়োজিত অনুষ্ঠানগুলোতে যোগ দেন উক্ত ক্যাম্পেইনের শুভেচ্ছা দূত বিশিষ্ট অভিনেত্রী ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। তিনি খুব কাছে থেকে সুবিধাবঞ্চিত মানুষের শীতকালীন সমস্যাগুলো প্রত্যক্ষ করেন। -বিজ্ঞপ্তি
×