ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ

ভারত জিতবে বলছেন ডিন জোন্স

প্রকাশিত: ০৭:২৬, ২ ডিসেম্বর ২০১৮

ভারত জিতবে বলছেন ডিন জোন্স

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার এ্যাডিলেড টেস্ট দিয়ে শুরু বহুল আলোচিত অস্ট্রেলিয়া-ভারত সাদা পোশাকের দ্বৈরথ। ঘরের মাটিতে অস্ট্রেলিয়া সবসময়ই ভয়ঙ্কর, অন্যতম ফেবারিট। কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। মার্চে বল টেম্পারিংয়ের অপরাধে নিষিদ্ধ দুই তারকা স্টিভেন স্মিথ-ডেভিড ওয়ার্নার নেই। মাঠে একের পর এক সিরিজ হেরে চলেছে টিম পেইনের দল। অন্যদিকে বিরাট কোহলির নেতৃত্বে দুর্দান্ত ভারত আছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। গ্রেট সৌরভ গাঙ্গুলীর মতে অতীত ব্যর্থতা মুছে অস্ট্রেলিয়াবধের এটাই সেরা সুযোগ। ইয়ান চ্যাপেল-রিকি পন্টিংয়ের মতে আবার নিজেদের মাঠে ঝাঁঝালো পেস আক্রমণের জন্যই সিরিজ জিতবে অস্ট্রেলিয়া। তবে দেশটির আরেক সাবেক তারকা ডিন জোন্স মনে করেন চার টেস্টের সিরিজ ভারত অন্তত ২-০ বা ৩-০ ব্যবধানে জিতবে। ‘ভারত যদি এবার জিততে না পারে তাহলে কোনদিনও অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জিততে পারবে না।’ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন জোন্স। তিনি আরও যোগ করেন, ‘আমি জানি, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের টেস্ট ইতিহাসটা কি (ব্যর্থতা বোঝাতে)। কিন্তু কোহলির ভারত এবার সিরিজটা ২-০ বা ৩-০ জিতবে। এই অস্ট্রেলিয়া কোন টেস্ট ম্যাচ জিতবে আমি সেটা ভাবতেই পারছি না।’ স্থানীয় সংবাদ মাধ্যমকে এসব বলেন জোন্স। কেন নিজের দেশকে একেবারেই হিসেবের মধ্যে ধরছেন না জোন্স? প্রাক্তন অসি-ব্যাটসম্যানের ব্যাখ্যা, ‘ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারানোটা খুবই কঠিন কাজ। কিন্তু এখন কোথায় স্টিভ স্মিথ, কোথায় বা ডেভিড ওয়ার্নার? এরা দু’জনই অস্ট্রেলিয়ার প্রায় ৪০ শতাংশ রান করে দিত। অস্ট্রেলিয়াকে জিততে গেলে এই দু’জনের অভাব ঢেকে দিতে হবে। সেই কাজটা করার লোক কই?’ সিরিজ শুরুর আগে আরও যে ব্যাপারটা নিয়ে আলোচনা শুরু হয়েছে তাহল, মাঠে অস্ট্রেলীয় ক্রিকেটারদের আচরণ কী রকম হওয়া উচিত? অস্ট্রেলীয় ক্রিকেটারদের জন্য জোন্সের পরামর্শ, ‘কোহালির সঙ্গে বেশি কথা বোলো না বা ওকে চটিয়ে দিও না। কোহলিকে তোমাদের সেরা বন্ধু বানিয়ে নাও।’ কোহালিকে কি করে থামানো যায় প্রশ্নে জোন্স বলেছেন, ‘কোহলির খেলায় দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা মানে মোনালিসার ছবিতে খুঁত খুঁজতে যাওয়া।’ তবে এর পরে কোহালিকে আটকানোর জন্য কয়েকটি পরামর্শও দিয়েছেন জোন্স। যেগুলো হলো : এক. কোহলির কভার ড্রাইভ বন্ধ করতে হবে। দুই. ইনিংসের শুরুতে কোহালিকে চতুর্থ স্টাম্পের লাইনে বল করে ওকে ব্যাকফুটে খেলাতে হবে। তিন. প্রথমে শর্ট বল করে কোহলিকে ব্যাকফুটে ঠেলে দিতে হবে। তারপর একটু অফস্টাম্পের বাইরে বল ফেলে ড্রাইভ করাতে হবে। যাতে ক্যাচ হওয়ার একটা সম্ভাবনা থাকে। একদিন আগে আরেক সাবেক অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ইয়ান চ্যাপেল বলেছিলেন, ‘আমার মতে সিরিজ জিতবে অস্ট্রেলিয়াই। কিন্তু কেন মনে হচ্ছে তা আমাকে জিজ্ঞাসা করবেন না। একটা কারণ বলতে পারি। সম্প্রতি ইংল্যান্ড সফরে ভারতের খেলা আমাকে হতাশ করেছিল। আমার মনে হয়েছিল, ভারতেরই জেতা উচিত ছিল টেস্ট সিরিজ। এটা ঘটনা, প্রতিভার বিচারে এই অস্ট্রেলিয়াকে হারানো উচিত ভারতের। কিন্তু ভারতীয় দলে কিছু একটার অভাব রয়েছে।’ কোহলি ছাড়া টপঅর্ডারে আর কোন ম্যাচউইনার ব্যাটসম্যান নেই বলে মনে করেন তিনি। তিন ম্যাচের টি২০ সিরিজ ১-১এ ড্র হয়। চার টেস্ট শেষে তিনটি ওয়ানডে খেলবে দু’দল।
×