ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অন্য রকম

প্রকাশিত: ০৪:০৩, ১ ডিসেম্বর ২০১৮

অন্য রকম

‘পুরুষ মানুষ ঘরের কাজ করে না’- পুরুষদের মধ্যে বিদ্যমান সনাতন এই মানসিকতা পরিবর্তন করতে অভিনব একটি প্রকল্প পরিচালনা করছে রুয়ান্ডার একটি সংস্থা। এই প্রকল্পের অধীনে সন্তান লালনপালন এবং গৃহস্থালির দেখাশোনা সংক্রান্ত কিছু বিষয়েও শিক্ষাদান করা হয় স্থানীয় পুরুষদের। এই উদ্যোগটি রুয়ান্ডার পূর্বাঞ্চলের মুউলির গ্রামে তৃণমূল পর্যায়ে পরিচালিত হওয়া একটি সামাজিক সংস্কারমূলক প্রকল্পের অংশ। রুয়ান্ডার পুরুষদের ঘরের কাজ করতে শেখানোর এই প্রকল্প হাতে নেয়ার মাধ্যমে দেশের ভেতরে পারিবারিক সহিংসতার হার কমানোর প্রচেষ্টা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সফলতা পাচ্ছে বলে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে। সেখানকার লোকজনের মানসিকতায় পরিবর্তন আনাটা সহজ হয়েছে। নারীরা ঘরের বাইরের কাজে যুক্ত হওয়ায় অনেক পরিবার অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জন করেছে।-বিবিসি
×