ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের পার্লামেন্ট ভবন অভিমুখে লাখো কৃষকের বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০২, ১ ডিসেম্বর ২০১৮

 ভারতের পার্লামেন্ট ভবন অভিমুখে লাখো  কৃষকের বিক্ষোভ

চাষাবাদের খরচ বৃদ্ধি এবং কৃষিজাত পণ্যের কম মূল্যের প্রতিবাদে ভারতের হাজার হাজার কৃষক ও শ্রমজীবী মানুষ রাজধানী দিল্লীতে দেশটির পার্লামেন্ট ভবন অভিমুখে যাত্রা শুরু করেছেন। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির সভাপতি রাহুল গান্ধী এবং দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ‘যন্তর মন্তরে’ কৃষকদের এই বিক্ষোভ মিছিলে যোগ দেয়ার কথা রয়েছে। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের কাছে প্রায় ৩৫ হাজার কৃষককে পুলিশ আটকে রেখেছে। এনডিটিভি। কৃষকদের এই বিক্ষোভ মিছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশের একটিতে পরিণত হতে যাচ্ছে। যা স্বাভাবিকভাবেই মোদির ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আগামী বছর মে মাসে দেশটিতে জাতীয় নির্বাচন। ২৬ কোটির বেশি কৃষকের ভোট নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিক্ষোভকারীদের নেতা যোগেন্দ্র যাদব বলেন, একের পর এক কৃষক আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। যারা আমাদের খাবারের যোগান দেন তাদের জন্য সরকারের কাছে কোন সময় নেই, এটা ভীষণ লজ্জার। ভারতের ২ দশমিক ৬ ট্রিলিয়ন মার্কিন ডলারের বিশাল অর্থনীতিতে কৃষির অবদান ১৫ শতাংশের বেশি। ভারত এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ। বিভিন্ন জায়গা থেকে কৃষকদের দুই শতাধিক দল বৃহস্পতিবার দিল্লী অভিমুখে বিক্ষোভ মিছিল শুরু করে। তারা কৃষকদের সঙ্কট নিয়ে আলোচনার জন্য পার্লামেন্টে বিশেষ অধিবেশন আহ্বানের দাবি জানাচ্ছে। ভারতের সবচেয়ে জনবহুল উত্তর প্রদেশ থেকে আসা লখন পাল সিং বলেন, আমি নিজে এমন অনেক কৃষককে চিনি যারা আত্মহত্যা করেছেন। তাদের পরিবার এখন চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। মোদি সরকারের গ্রহণ করা নীতি কৃষকদের এই দুর্দশার জন্য দায়ী। মোদির কৃষক বিরোধী নীতি আমাদের সবচেয়ে বড় আঘাত দিয়েছে। অথচ আমি নিজে বিজেপিকে ভোট দিয়েছিলাম বলেন তিনি। গত বছর কৃষিজাত পণ্যের মূল্য বৃদ্ধির দাবিতে মধ্য প্রদেশের কৃষকরা আন্দোলন শুরু করেছিল। ওই আন্দোলন দমাতে পুলিশের গুলিতে অন্তত ছয় কৃষক নিহত হয়।
×