ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদ বিরোধী র‌্যালি

প্রকাশিত: ০৪:৩১, ৩০ নভেম্বর ২০১৮

জঙ্গীবাদ বিরোধী র‌্যালি

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৯ নবেম্বর ॥ ‘দুর্নীতি ও জঙ্গীবাদ, যাক যাক নিপাত যাক’- স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার জেলা সদরে ‘দুর্নীতি ও জঙ্গীবাদবিরোধী সাইক্লিং’ অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফের সহযোগিতায় স্বাবলম্বী উন্নয়ন সমিতি এ সাইক্লিংয়ের আয়োজন করে। সকালে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের রায়দুমরুহী গ্রামে কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন স্বাবলম্বীর সহকারী কর্মসূচী পরিচালক মুর্শেদ ইকবাল রীমু। রায়দুমরুহী থেকে শুরু হওয়া সাইক্লিং কর্মসূচীটি কুড়পারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেনÑ জেলা প্রশাসক মঈনউল ইসলাম, কাজী ছহুল আহমেদ, আলমগীর প্রমুখ। ধর্ষক যুবক আটক নিজস্ব সংবাদদাতা, সভার, ২৯ নবেম্বর ॥ কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে হৃদয় দাস নামের এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার উত্তরপাড়া মহল্লা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা গেছে, সাভার সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ওই শিক্ষার্থীকে বিয়ের প্রভোলন দেখিয়ে কয়েক মাস ধরে ওই যুবক বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে। কিন্তু পরবর্তীতে বিয়ে করতে রাজি না হওয়ায় এদিন সকালে ওই কলেজছাত্রী সাভার মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ ওই যুবককে উত্তরপাড়া থেকে গ্রেফতার করে। পরে পুলিশ ওই কলেজছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
×