ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনায় আজ শুরু হচ্ছে জি-২০ সম্মেলন

প্রকাশিত: ০৪:২৩, ৩০ নভেম্বর ২০১৮

আর্জেন্টিনায় আজ শুরু হচ্ছে জি-২০ সম্মেলন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-২০ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার আর্জেন্টিনায় পৌঁছেছেন। ধারণা করা হচ্ছে, চীনের বাণিজ্য নিয়ে তার বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধ ও ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার প্রতিক্রিয়া নিয়ে তিনি তার বক্তব্য তুলে ধরবেন। এএফপি। এবারের সম্মেলন ঘিরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ অন্যান্যরা সতর্কতা ব্যক্ত করেছে। তারা ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি সম্ভাব্য ক্ষতির সম্মুখীন বলে মত দিয়েছে। জি-২০ নেতারা প্রথম ২০০৮ সালের নবেম্বরে বিশ্বব্যাপী আর্থিক সঙ্কটের বিরুদ্ধে একাত্মতা হয়ে মিলিত হন। এই দেশগুলো বিশ্ব অর্থনীতিতে চার-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করে থাকে। ট্রাম্প ইতোমধ্যে বিশ্ব বাজারে চীনের আমদানির ওপর শুল্ক আরোপের মাধ্যমে ও জানুয়ারিতে আরও হুমকির দিকে অগ্রসর হচ্ছেন। তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ওপর চাপ দিচ্ছেন যাতে মার্কিন প্রতিযোগিতামূলক বাজার থেকে দেশটিকে ছুড়ে ফেলা যায়। পাশাপাশি বিদেশী কোম্পানিগুলোর কবল থেকে বুদ্ধিবৃত্তিক সম্পদকে রক্ষা করা সম্ভব হয়। বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটাইজার বেজিংয়ের আগ্রাসী বাণিজ্য নীতিমালাতে অর্থপূর্ণ সংস্কার দিতে ব্যর্থ হওয়ার জন্য দোষারোপ করেন।
×