ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ॥ রিয়াল মাদ্রিদ ২-০ এএস রোমা, বেয়ার্ন মিউনিখ ৫-১ বেনফিকা

নকআউট পর্বে রিয়াল মাদ্রিদ ও বেয়ার্ন মিউনিখ

প্রকাশিত: ০৪:৩৩, ২৯ নভেম্বর ২০১৮

নকআউট পর্বে রিয়াল মাদ্রিদ ও বেয়ার্ন মিউনিখ

স্পোর্টস রিপোর্টার ॥ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লীগে হয়েছে চার গ্রুপের মোট আটটি খেলা। এর মধ্যে তিন গ্রুপ থেকে ছয় দলের নকআউট রাউন্ড নিশ্চিত হয়েছে। তেমনি ছয় দলের বিদায়ঘণ্টাও বেজেছে। আরেক গ্রুপ থেকে একটি দল পেয়েছে সেরা ষোলোর টিকেট। সবমিলিয়ে মোট সাতটি দল পরশু রাতে পেয়েছে দ্বিতীয় রাউন্ডের টিকেট। এর মধ্যে ‘জি’ গ্রুপ থেকে টিকেট কেটেছে বর্তমান হ্যাটট্রিক চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও ইতালিয়ান ক্লাব এএস রোমা। এই গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে চেক প্রজাতন্ত্রের ভিক্টোরিয়া প্লাজেন ও রাশিয়ার সিএসকেএ মস্কোর। রোমে স্বাগতিক ইতালিয়ান ক্লাব রোমাকে ২-০ গোলে হারিয়েছে অতিথি রিয়াল। আরেক ম্যাচে ভিক্টোরিয়ার কাছে মস্কো ২-১ গোলে হারায় রোমারও শেষ ষোলো নিশ্চিত হয়ে গেছে। শুধু তাই নয়, এক ম্যাচ হাতে থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত করেছে গ্যালাক্টিকোরা। ‘ই’ গ্রুপেরও ফয়সালা হয়ে গেছে। এই গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে জার্মানির বেয়ার্ন মিউনিখ ও হল্যান্ডের আয়াক্স। তেমনি তল্পিতল্পা গোছাতে হয়েছে পর্তুগালের বেনফিকা ও গ্রীসের এ্যাথেন্সকে। মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় স্বাগতিক বেয়ার্ন ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বেনফিকাকে। আর এ্যাথেন্সের মাঠ থেকে ২-০ গোলের দুর্দান্ত জয় নিয়ে ফিরেছে ডাচ ক্লাব আয়াক্স। জয় পেলেও প্রত্যাশা মতো খেলতে পারেনি রিয়াল। দারুণ সব গোছানো আক্রমণ করেও স্ট্রাইকারের ব্যর্থতায় গোল পায়নি রোমা। তবে গোল করার মতো প্রথম সুযোগটা পেয়েছিল তারাই। ২০ মিনিটে লুকা মডরিচের শট রোমা গোলরক্ষক রবিন ওলসেন ফিরিয়ে না দিলে এগিয়ে যেতে পারতো তখনই। ৩৩ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল রোমা। গোল মুখে প্রথম দফায় ফেদেরিকো ফাজিও’র শট ফিরিয়ে দেন ড্যানি কারবাহাল। ফিরতি বলে জটলায় একেবারে ফাঁকায় শট নেয়ার সুযোগ পান পেত্রিক চিক। কিন্তু তার শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন গোলরক্ষক থিবো কর্তুয়া। পরের মিনিটে আলেকজান্ডার কোলারভের দূরপাল্লার দারুণ শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের যোগ করা সময়ে দিনের সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিল রোমা। গোলমুখে কেবারে ফাঁকায় বল পেয়েছিলেন চেঙ্গিজ আন্দার। গোলরক্ষকও ছিলেন অপরপ্রান্তে। প্রয়োজন ছিল আলতো টোকায় বল জালে জরানো। কিন্তু তা করতে গিয়ে অবিশ্বাস্যভাবে বারের ওপর দিয়ে উড়িয়ে মেরে দলকে হতাশ করেন এ তুর্কী। উল্টো বিরতির পর শুরুতে ডিফেন্ডার ফাজিও’র মারাত্মক ভুলে একেবারের অরক্ষিত জায়গায় বল পেয়ে যান গ্যারেথ বেল। আর সে ভুলে লক্ষ্যভেদ করতে কোন ভুল করেননি ওয়েলস তারকা। তিন মিনিট পর গোল শোধের দারুণ সুযোগ পেয়েছিলেন নিকোলো দানিয়োলো। কিন্তু তার শট ফিরিয়ে দেন কারবাহাল। ৫৮ মিনিটে জাস্টিন ক্লুইভার্টের শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন রিয়াল গোলরক্ষক কর্তুয়া। পাল্টা আক্রমণে উল্টো ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ডানপ্রান্ত থেকে বেলের ক্রসে হেড নিয়ে লুকাস ভাসকুয়েজকে পাস দেন করিম বেনজেমা। আলতো টোকায় বল জালে জড়ান তিনি। পাঁচ ম্যাচে চার জয়ে রিয়ালের সংগ্রহ ১২ পয়েন্ট। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে রোমা। দু’টি দলেরই নকআউট রাউন্ড নিশ্চিত হয়েছে। গত সপ্তাহের শেষভাগে স্প্যানিশ লা লিগায় এইবারের কাছে ৩-০ গোলে হেরেছিল রিয়াল। ম্যাচ শেষে তাই রিয়াল কোচ সান্টিয়াগো সোলারি বলেন, দ্রুত ঘুরে দাঁড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা খুবই খুশি। বেনফিকার বিরুদ্ধে পুরো ম্যাচেই দাপট দেখিয়ে খেলে বেয়ার্ন। জোড়া গোল করেন আরিয়েন রোবেন ও রবার্ট লেভানডোস্কি। অপর গোলটি করেন ফ্রাঙ্ক রিবেরি। বেনফিকার হয়ে সান্ত¡বার একমাত্র গোলটি করেন গেডসন ফার্নান্দেস। ম্যাচ শেষে ডাচ তারকা রোবেন বলেন, এটি ছিল একটি সত্যিকারের জয়, যেটি আমাদের প্রয়োজন ছিল। এই জয় নকআউট রাউন্ডে আত্মবিশ্বাস যোগাবে।
×