ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাঁচ শ’ অভিবাসন প্রত্যাশীকে বহিষ্কার করবে মেক্সিকো

প্রকাশিত: ০৩:৫৩, ২৭ নভেম্বর ২০১৮

পাঁচ শ’ অভিবাসন প্রত্যাশীকে বহিষ্কার করবে মেক্সিকো

সহিংস উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা চালানোর দায়ে মেক্সিকো প্রায় পাঁচ শ’ অভিবাসন প্রত্যাশীকে বিতাড়িত করবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। রবিবার সহিংস ও অবৈধ উপায়ে সীমান্ত অতিক্রমের চেষ্টা চালানোর পর এই দলটিকে ঘিরে রাখা হয়েছে। বিবিসি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মেক্সিকোর তিজুয়ানা শহরের নিকটে নারী ও শিশুসহ অসংখ্য লোক মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে পৃথককারী বেড়ার দিকে দৌড়ে যাচ্ছে। এসময় মার্কিন সীমন্ত কর্মকর্তারা টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের নিবৃত করে। মেক্সিকোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পাঁচ শ’ জনের মতো অভিবাসী সহিংস উপায়ে মার্কিন সীমান্ত অতিক্রম করতে চেষ্টা করেছিল। মন্ত্রণালয় জানায়, এই সহিংস ঘটনায় অংশ নেয়াদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের শীঘ্রই বিতাড়ন করা হবে। মন্ত্রণালয় আরও জানায়, নিজেদের সহযোগিতা করার পরিবর্তে অভিবাসীদের কার্যকলাপ বৈধ অভিবাসী ফ্রেমওয়ার্ককে লঙ্ঘন করেছে এবং এতে সাংঘাতিক ঘটনা ঘটতে পারত। চলতি মাসের শুরুতে হাজারও অভিবাসন প্রত্যাশী তিজুয়ানায় পৌঁছার পর সেখানে উত্তেজনা ব্যাপক বেড়েছে। মধ্য আমেরিকা থেকে ৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দেয়ার পর অভিবাসীরা তিজুয়ানায় অবস্থান করছে। তারা বলছে নিজ দেশ হন্ডুরাস, গুয়াতেমালা ও এল সালভেদরে নিপীড়ন, দারিদ্র্য ও সহিংসতা থেকে বাঁচতে তারা পালাচ্ছে। যাহোক তাদের আশ্রয়ের আবেদন যুক্তরাষ্ট্র গ্রহণ করে কিনা তা দেখার জন্য তারা এখন দীর্ঘ অপেক্ষার সম্মুখীন। এ বিষয়ে আদালত কোন সিদ্ধান্ত না দেয়া পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যেক অভিবাসীকে সীমান্তের মেক্সিকান পার্শ্বে রাখতে বলেছেন। আদালতের সিদ্ধান্ত আসতে কয়েক মাস লেগে যেতে পারে। রবিবার অভিবাসন প্রত্যাশীদের উন্মত্ততা বাড়ার মধ্যেই প্রায় পাচ শ’ জনের একটি অভিবাসী দল যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের অধিকারের দাবিতে শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নেয়। এসময় তারা ‘আমরা অপরাধী নই, আমরা কঠোর পরিশ্রমী’ বলে স্লোগান দিচ্ছিল। মেক্সিকোর স্বরাষ্ট্র সচিব আলফনসো নাভারতি বলেছেন, অভিবাসী দল বিক্ষোভ অয়োজনে সহায়ত চেয়েছিল। তখন অন্দোলনকারী কয়েক নেতার উৎসাহে বিভক্ত একটি দল সীমান্তের দিকে দৌড়াতে শুরু করে এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করে।
×