ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেলসিকে থামাল টটেনহ্যাম

প্রকাশিত: ০৭:৩০, ২৬ নভেম্বর ২০১৮

 চেলসিকে থামাল টটেনহ্যাম

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে পরাজয়ের স্বাদ পেল চেলসি। ২০১৮-১৯ মৌসুমের ১৩তম ম্যাচে হার দেখল মাউরিজিও সারির দল। শনিবার টটেনহ্যাম হটস্পারের কাছে ৩-১ গোলে হেরেছে বøুজরা। চেলসি হারলেও জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি এবং লিভারপুল। পেপ গার্ডিওলার শিষ্যরা এদিন ৪-০ গোলে বিধ্বস্ত করে ওয়েস্টহ্যামকে। লিভারপুল ৩-০ ব্যবধানে হারায় ওয়াটফোর্ডকে। এছাড়াও লীগে এদিন জয় পেয়েছে এভারটন ও ফুলহ্যাম। কিন্তু নিজেদের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড গোলশূন্য ড্র করেছে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে। ইংলিশ প্রিমিয়ার লীগে এবার অপ্রতিরোধ্য গতিতে ছুটছে ম্যানচেস্টার সিটি, চেলসি ও লিভারপুল। এ মৌসুমের প্রথম ১২ ম্যাচে হার দেখেনি এই তিন দলের কেউ। তবে শনিবার চেলসিকে থামিয়ে দিল টটেনহ্যাম হটস্পার। নিজেদের মাঠে এদিন শুরু থেকেই ঝলক দেখায় স্বাগতিকরা। ম্যাচের অষ্টম মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে যায় স্পার্শরা। গোলদাতা ডেলে আলী। ১৬ মিনিটেই টটেনহ্যামের গোল ব্যবধান দ্বিগুণ করেন দলের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। ফলে দুই গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় সফরকারীরা। দ্বিতীয়ার্ধেও নিষ্প্রভ সারির দল। বরং ৫৪ মিনিটে টটেনহ্যামকে তৃতীয় গোল উপহার দেন সন হিউং মিন। ততক্ষণেই জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। তবে রেফারির শেষ বাঁশি বাজানোর পাঁচ মিনিট আগে চেলসির হয়ে গোল করে শুধু ব্যবধানটা কমান ফরাসী স্ট্রাইকার অলিভিয়ের জিরুড। এই মৌসুমে চেলসির এটাই প্রথম হার। এর আগে ২০১৭-১৮ মৌসুমের শেষ ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের কাছে ৩-০ ব্যবধানে সর্বশেষ পরাজয় দেখেছিল চেলসি। অন্যদিকে ১৯৮৭ সালের পর এই প্রথম লীগে চেলসির বিপক্ষে টানা ম্যাচ জয়ের রেকর্ড গড়ল টটেনহ্যাম হটস্পার। এই জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে তারা। মৌসুমের প্রথম ১৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ৩০ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে চেলসি। ৩৫ পয়েন্টে সবার ওপরে যথারীতি ম্যানচেস্টার সিটি। এদিন তারা পাত্তাই দেয়নি ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে। সিটিজেনদের হয়ে জোড়া গোল করেছেন লেরয় সানে। প্রথমার্ধের ৩৪ মিনিটে ব্যক্তিগত প্রথম আর দলের তৃতীয় এবং অতিরিক্ত সময়ের ৯০+৩ মিনিটে ওয়েস্টহ্যামের জালে শেষ পেরেকটি ঠুকে দেন তিনি। তবে সিটিজেনদের হয়ে গোল উৎসবের শুরুটা করেছিলেন ডেভিড সিলভা। ১১ মিনিটেই গোল করেন তিনি। ১৯ মিনিটে ম্যানচেস্টার সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন রহিম স্টার্লিং। ৩৩ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিভারপুল এদিন ৩-০ গোলে হারায় ওয়াটফোর্ডকে। তবে প্রথমার্ধে স্বাগতিক ওয়াটফোর্ড বেশ ভালই লড়াই করেছে। কোন গোল হজম করেনি তারা। দ্বিতীয়ার্ধেই জ্বলে ওঠে জার্গেন ক্লপের দল। ৬৭ মিনিটে প্রথম গোল করেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ৭৬ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন আলেক্সান্ডার আরনল্ড। ৮২ মিনিটে হেন্ডারসন লালকার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লিভারপুল। তবে তারপরও ৮৯ মিনিটে অলরেডদের হয়ে তৃতীয় গোল করেন দলের ব্রাজিলিয়ান তারকা রবার্তো ফিরমিনো। অথচ মৌসুমের প্রথম ১১ ম্যাচ শেষেই নতুন এক রেকর্ড গড়েছিল ম্যানসিটি, লিভারপুল এবং চেলসি। এই তিন দলের প্রথম ১১ ম্যাচে অপরাজিত থাকার ঘটনা ইংলিশ প্রিমিয়ার লীগে সর্বশেষ দেখা গিয়েছিল প্রায় চার দশক আগে।
×