ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোহলির ব্যাটে ভারতের জয়

প্রকাশিত: ০৭:১৭, ২৬ নভেম্বর ২০১৮

 কোহলির ব্যাটে ভারতের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ তৃতীয় ও শেষ টি২০তে ৬ উইকেটের দাপুটে জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করল সফরকারী ভারত। সিডনিতে রবিবার ৬ উইকেটে ১৬৪ রান করেছিল জস জিতে ব্যাটিং নেয়া এ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। জবাবে ৪ উইকেট হারিয়ে ২ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৪১ বলে অপরাজিত ৬১ রানের ম্যারাথন ইনিংস উপহার দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। তবে ৪ উইকেট শিকারের পথে প্রতিপক্ষ ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙ্গে দিয়ে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি অফস্পিনার ক্রুনাল। প্রথম টি২০তে অস্ট্রেলিয়ার চেয়ে বেশি রান করেও ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির ফাঁদে পড়ে হারতে হয়েছিল সফরকারীদের, বৃষ্টির কারণে ভাল অবস্থায় থাকা দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হয়। ফয়সালার শেষ টি২০তে ঠিকই দাপুটে জয় তুলে নিল অতিথিরা। সমতায় সিরিজ শেষ করল সুপার কোহলি এ্যান্ড কোং। অধিনায়কোচিত ইনিংস একেই বলে। কেন তিনি চেজমাস্টার তা আরও একবার বোঝালেন বিরাট কোহলি। ৪ চার ও ২ ছক্কায় ৪১ বলে খেললেন অপরাজিত ৬১ রানের মনোমুগ্ধকর এক ইনিংস। অসমাপ্ত পঞ্চম উইকেটে দীনেশ কার্তিকের সঙ্গে ৬.৩ ওভারে ৬০ রান যোগ করেন সুপার কোহালি। ১৩.১ ওভারে ১০৮ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে কোহলি-কার্তিকের জুটিই জয় ছিনিয়ে আনে। কার্তিক ১৮ বলে অপরাজিত থাকেন ২২ রানে। শেষ ওভারে ভারতের দরকার ছিল পাঁচ রান। এ্যান্ড্রু টাইয়ের প্রথম দুই বলে ব্যাট ছোঁয়াতে পারেননি কোহলি। তৃতীয় বলে মারেন সোজা চার। সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়ার রানকে (১৬৪-৬) স্পর্শ করে ভারত। পরের বলেই ফের বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন ক্যাপ্টেন ইন্ডিয়া। দলকে জেতান (১৬৮-৪) ১৯.৪ ওভারে। ১৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের উদ্বোধনী জুটিতে ৬৭ রান পায় ভারত। ব্যক্তিগত ২৩ রানে জাম্পার বলে বোল্ড হয়ে ফেরেন রোহিত। এরপর ব্যক্তিগত ৪১ রানে মিচেল স্টার্কের বলে এলবিডবিøউ ধাওয়ান। তবে ওয়ানডাউনে নামা কোহলি দলকে জিতেয়ে মাঠ ছাড়েন। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালই ছিল অস্ট্রেলিয়ার। অধিনায়ক এ্যারন ফিঞ্চের সঙ্গে উদ্বোধনী জুটিতেই ৬৮ রান করতে সহায়তা করেন আর্চি শর্ট। পরবর্তীতে বলের সঙ্গে পাল্লা দিয়ে রান না পাওয়ায় দলীয় সংগ্রহ খুব একটা বড় করতে পারেনি দলটি। অসিদের হয়ে শর্ট সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলতে পেরেছেন। দলপতি ফিঞ্চের ব্যাট থেকে আসে ২৮ রান। এছাড়া এ্যালেক্স ক্যারি ২৭ ও মার্কোস স্টয়নিস অপরাজিত ২৫। ভারতের হয়ে বল হাতে একাই ৪ উইকেট নেন ক্রুনাল পান্ডিয়া। কুলদ্বীপ যাদবের শিকার একটি। বহুল আলোচিত সফরে কোহলিদের সামনে এবার চার টেস্টের সিরিজ। এ্যাডিলেডে ৬ ডিসেম্বর শুরু প্রথম টেস্ট। সবশেষে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে। স্কোর \ অস্ট্রেলিয়া \ ১৬৪/৬ (২০ ওভার; ডি শর্ট ৩৩, ফিঞ্চ ২৮, ম্যাক্সওয়েল ১৩, ম্যাকটরমাট ০, ক্যারি ২৭, লিন ১৩, স্টয়নিস ২৫*, কুল্টার নাইল ১৩*; কুলদীপ ১/১৯, ক্রুনাল ৪/৩৬)। ভারত \ ১৬৮/৪ (১৯.৪ ওভার; রোহিত ২৩, ধাওয়ান ৪১, কোহলি ৬১*, রাহুল ১৪, পন্থ ০, কার্তিক ২২*; স্টার্ক ১/২৬, জাম্পা ১/২২, টাই ১/৩২)। ফল \ ভারত ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা \ ক্রুনাল পান্ডিয়া (ভারত)। সিরিজ \ তিন টি২০ ১-১এ সমতা।
×