ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫০ বেসামরিক লোক আহত

বিদ্রোহীদের বিরুদ্ধে আলেপ্পোয় গ্যাস হামলার অভিযোগ

প্রকাশিত: ০৬:৩৬, ২৬ নভেম্বর ২০১৮

 বিদ্রোহীদের বিরুদ্ধে  আলেপ্পোয় গ্যাস হামলার অভিযোগ

সরকার নিয়ন্ত্রিত আলেপ্পোয় বেসামরিক নাগরিকদের ওপর গ্যাস হামলার জন্য বিদ্রোহীদের অভিযুক্ত করেছে সিরিয়ার রাষ্ট্রীয় টিভি। কর্মকর্তারা বলেছেন, প্রায় ৫০ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। এরা গ্যাস হামলার শিকার হয়েছেন বলে লক্ষণ রয়েছে। অন্যদিকে, ইদলিবে সরকারী সৈন্যদের গোলাবর্ষণে ৯ জন নিহত হয়েছে। খবর গার্ডিয়ান অনলাইনের। চিকিৎসকরা টিভিকে বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দেশটির উত্তরাঞ্চলে হাসপাতালগুলোতে বেশিরভাগ আহতদের শনিবার ভর্তি করা হয়। তারা শ্বাসজনিত ও দুর্বোধ্য সমস্যায় ভুগছেন। এক চিকিৎসক বলেছেন, ১ শিশুসহ ২ জনের অবস্থা মারাত্মক। টিভিতে ফুটেজে দেখা যায়, চিকিৎসকরা হাসপাতালের বিছানায় নারী ও পুরুষদের চিকিৎসা করছেন। আলেপ্পোর গবর্নর হুসেইনদিয়ার আহতদের দেখতে হাসপাতালে যান। তিনি টেলিভিশনকে বলেছেন, ৪১ জনকে ভর্তি করা হয়েছে। তিনি তাদের ওপর হামলার জন্য ক্ষেপণাস্ত্রে বিষাক্ত গ্যাস ব্যবহারের জন্য বিদ্রোহীদের অভিযুক্ত করেন। আলেপ্পোর পার্শ্ববর্তী আল-খালিদিয়ায় তারা এ ক্ষেপণাস্ত্রগুলো ছোড়ে। স্বাস্থ্য কর্মকর্তা হাজ তাহা পরে বলেছেন, আহতদের সংখ্যা ৫০ জনে দাঁড়াবে। তিনি বলেন, রোগীদের ওপর যে লক্ষণ দেখা যায়, তাতে মনে হয়, হামলায় ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়েছে।
×