ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চীনা কনস্যুলেটে হামলা ॥ দুই মদদদাতা আটক

প্রকাশিত: ০৪:০৫, ২৫ নভেম্বর ২০১৮

 চীনা কনস্যুলেটে হামলা ॥  দুই মদদদাতা  আটক

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী দাবি করেছে, তারা চীনা কনস্যুলেটে হামলার ঘটনায় জড়িত দুই মদদদাতাকে গ্রেফতার করেছে। এক্সপ্রেস নিউজের প্রকাশিত প্রতিবেদনে শনিবার জানা গেছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের। পুলিশ মদদদাতা একজনকে করাচি থেকে আটক করেছে। অপর ব্যক্তিকে শাহাদাদপুর থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা কর্মকর্তাদের একটি দল সেখানে পাঠানো হয়েছে। পরে আটক ব্যক্তিকে করাচিতে নিয়ে যাওয়া হয়। শুক্রবার করাচির ক্লিফটন এলাকায় চীনা কনস্যুলেট ভবনে সন্ত্রাসীরা হামলা চালালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তা প্রতিহত করেন। দুই পুলিশসহ পাঁচজন নিহত হন। সন্ত্রাসীরা প্রথম গুলি করে দুই পুলিশ সদস্যকে হত্যা করলে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়কালে পুলিশের গুলিতে তিন সন্ত্রাসী নিহত হয়। অপর তিন সন্ত্রাসীকে আটক করে পুলিশ। দূতাবাসের কর্মীরা কনস্যুলেট ভবনের ভেতরে নিরাপদ স্থানে আশ্রয় নেন। তাদের কাছ থেকে এ্যাসল্ট রাইফেল, বিস্ফোরক ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলিতে ওই সন্ত্রাসীরা নিহত হয়েছে। কনস্যুলেট ভবনের মূল ফটকের বাইরের একটি চেকপোস্টে তিনজন পুলিশ পাহারারত অবস্থায় ছিল। তাদের মধ্যে দুইজন নিহত হয়েছে। তাদের ওপর প্রথম হামলা চালিয়েছে।
×