ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

২২ হাজার কিশোরী অন্তঃসত্ত্বা

প্রকাশিত: ০৫:১৩, ২৪ নভেম্বর ২০১৮

 ২২ হাজার কিশোরী অন্তঃসত্ত্বা

তুরস্কে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে কিশোরী গর্ভধারণ। সামাজিক সমস্যার কারণে গত দেড় বছরে ২২ হাজার অন্তঃসত্ত্বা কিশোরী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। প্রেসিডেন্সি ডিরেক্টরেট অব কমিউনিকেশন বলছে, ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া অন্তঃসত্ত্বা কিশোরীর সংখ্যা ২১ হাজার ৯৫৭। প্রধান বিরোধীদলীয় আইনপ্রণেতা ও চিকিৎসক আলী সেকের ডিরেক্টরেটর বলেন, ‘প্রতিদিন তুরস্কে ৪০ জনেরও বেশি কিশোরীকে গর্ভধারণে বাধ্য করা হচ্ছে।’ -ওয়েবসাইট
×