ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পাকিস্তান থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন পাঁচ ইরানী সীমান্তরক্ষী

প্রকাশিত: ০৫:১২, ২৪ নভেম্বর ২০১৮

পাকিস্তান থেকে মুক্তি  পেয়ে দেশে ফিরেছেন পাঁচ ইরানী সীমান্তরক্ষী

পাকিস্তান থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন ইরানের পাঁচ সীমান্তরক্ষী। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসির পদস্থ কর্মকর্তারা তাদের স্বাগত জানিয়েছেন। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের সঙ্গে সহযোগিতার মাধ্যমে পাঁচ জনকে মুক্ত করা সম্ভব হয়েছে। বাকি সাত জনের মুক্তির লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত। ওয়েবসাইট। গত মাসে ইরান-পাকিস্তান সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১২ ইরানী সীমান্তরক্ষীকে অপহরণ করে পাকিস্তানে নিয়ে যায় সন্ত্রাসীরা। অপহৃতদের পাঁচ জনকে গত সপ্তাহে মুক্ত করা সম্ভব হয়েছে। অপহরণের পর থেকেই সীমান্তরক্ষীদের মুক্তির লক্ষ্যে পাকিস্তানের সঙ্গে সর্বাত্মক সামরিক ও রাজনৈতিক যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রেখেছে ইরান সরকার। অপহৃতদের মুক্ত করতে ইরান পাকিস্তানকে যৌথ অভিযানেরও প্রস্তাব দিয়েছে। পাকিস্তান সীমান্তে মাঝে মধ্যেই সন্ত্রাসী হামলার শিকার হয় ইরানী সীমান্তরক্ষীরা।
×