ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লড়াইটা সানডে-কলিনড্রেসেরও

প্রকাশিত: ০৭:০৫, ২৩ নভেম্বর ২০১৮

 লড়াইটা সানডে-কলিনড্রেসেরও

স্পোর্টস রিপোর্টার ॥ আজ ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে ঢাকা আবাহনী না বসুন্ধরা কিংসÑ কে শিরোপা জিতবে তা জানতে ফুটবলপ্রেমীদের যতটা না আগ্রহ, তারচেয়েও কোন অংশে কম আগ্রহ নয় এই দুই দলের দুই তারকা ফুটবলারকে নিয়েও। একজন আবাহনীর নাইজিরিয়ান সানডে চিজোবা, আরেকজন বসুন্ধরার ড্যানিয়েল কলিনড্রেস। এই দু’জনের মধ্যে অমিলই বেশি। তারপরও দুটি মিল আছে। দু’জনই ফরোয়ার্ড পজিশনে খেলেন এবং দু’জনেরই জন্ম তারিখ ১০ তারিখে (সানডের ১০ অক্টোবর, কলিনড্রেসের ১০ জানুয়ারি, তবে সানডের চেয়ে বছর চারেকের বড় ৩৩ বছর বয়সী কলিনড্রেস)। ও হ্যাঁ, আরও তিনটি মিল আছে এ দু’জনের। দু’জনেই এবারের ফেডারেশন কাপে চারটি করে গোল করেছেন। তাছাড়া উভয়েই করেছেন একটি করে হ্যাটট্রিক। দু’জনেই ড্রিবলিং করে খেলতে ওস্তাদ। তবে প্রশ্ন হচ্ছে- আজকের ফাইনালে এই দু’জনের মধ্যে কে জিতবেন, কে গোল করে এগিয়ে যাবেন এবং জিতে নেবেন সর্বোচ্চ গোলদাতার মর্যাদাপূর্ণ খেতাব? বসুন্ধরা কিংসের অধিনায়ক তৌহিদুল আলম সবুজ এগিয়ে রাখছেন সতীর্থ কলিনড্রেসকেই, ‘সানডের একক পারফর্মেন্স খুব ভাল। কিন্তু কলিনড্রেসের দলীয় পারফর্মেন্স ভাল। সে গোল করার পাশাপাশি গোল বানিয়েও দিতে পারে। সে জন্যই তাকে এগিয়ে রাখব।’ এ প্রসঙ্গে দ্বিমত পোষণ করেছেন আবাহনীর কোচ জাকারিয়া বাবু, ‘ফাইনালে কলিনড্রেসকে নিয়ে কোন আলাদা পরিকল্পনা নেই। বরং ওর তুলনায় আমি আমার দলের সানডেকেই এগিয়ে রাখছি।’ এবার পরিসংখ্যানের আলোকে দেখা যাক এই দুই খেলোয়াড় কে কতটা এগিয়ে। প্রথমেই আসা যাক সানডের প্রসঙ্গে। তিনি ২০১৬ ফেডারেশন কাপে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছিলেন তিন গোল করে। ২০১৫ সাল থেকেই আবাহনীর হয়ে খেলছেন। তবে এখনও নাইজিরিয়া জাতীয় দলের হয়ে খেলার ডাক পাননি। কলিনড্রেস অবশ্য ২০১১ সাল থেকেই কোস্টারিকা জাতীয় দলের হয়ে খেলছেন। এ পর্যন্ত ১৬টি ম্যাচও খেলেছেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে অংশ নিয়েছেন। সানডে এবারের ফেডারেশন কাপে গ্রুপপর্বে কোন গোল পাননি। কোয়ার্টার ফাইনালে আরামবাগের বিরুদ্ধে গোল করে গোলের ‘হালখাতা’ খোলেন। সেমিতে শেখ জামালকে হারানোর ম্যাচে হ্যাটট্রিকই করে বসেন। পক্ষান্তরে কলিনড্রেস গ্রুপপর্বের প্রথম ম্যাচেই গোল পান (বিপক্ষ মোহামেডান)। এরপর কোয়ার্টারে বিজেএমসিকে উড়িয়ে দেয়ার ম্যাচে অনবদ্য হ্যাটট্রিক করেন। সেমিতে কোন গোল পাননি। সানডে-কলিনড্রেস গোল ও হ্যাটট্রিকে সমান থাকলেও একটি ক্ষেত্রে এগিয়ে সানডে। তিনি কলিনড্রেসের চেয়ে ম্যাচ কম খেলেছেন একটি (সানডে ৪ ও কলিনড্রেস ৫ ম্যাচ)। এখন দেখার বিষয়, আজকের ম্যাচের হিরো কে হন।
×