ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ ২৫ নবেম্বর

প্রকাশিত: ০৫:২২, ২১ নভেম্বর ২০১৮

মহাজোটের প্রার্থী তালিকা প্রকাশ ২৫ নবেম্বর

স্টাফ রিপোর্টার ॥ আগামী ২৫ নবেম্বর ৩০০ আসনে আওয়ামী লীগসহ মহাজোটের শরিক দলগুলোর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। যদিও ইতোমধ্যে আওয়ামী লীগের প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। জনপ্রিয়তা হারানোর কারণে এবার মনোনয়ন বঞ্চিত হচ্ছে আওয়ামী লীগের অনেক হেভিওয়েট প্রার্থী। তবে মহাজোটের শরিক দলগুলোর সঙ্গে আসন বণ্টন না হওয়ায় পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ এই মুহূর্তে সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন ওবায়দুল কাদের জানান, সকল আসনে যোগ্য ও জনপ্রিয় ব্যক্তিদের মনোনয়ন দেয়া হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের ৬৫-৭০টি আসন দেয়া হবে বলে জানিয়ে কাদের বলেন, এবার ভোটে জনপ্রিয় প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দুটি আসনে নির্বাচন করবেন। একটি টুঙ্গিপাড়া, আরেকটি পীরগঞ্জ আসনে। দলের বাকি সবাই একটি আসনে নির্বাচন করবেন। আমি এবার নোয়াখালী-৫ আসনে নির্বাচন করব। মাশরাফি নড়াইল-২ আসনেই নির্বাচন করবে। ওখানকার বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির ছিল। তিনি এ আসনটি জোটের জন্য সেক্রিফাইস করেছেন। তারেক জিয়ার ভিডিও কনফারেন্সে সাক্ষাতকার নেয়ার প্রসঙ্গে কাদের বলেন, তারেক জিয়া যাবজ্জীবন সাজা পাওয়া আসামি। আরেকটি মামলায় তাকে সাত বছর কারাদ- দিয়েছে আদালত। তিনি বিদেশ থেকে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেবে এটা হতে পারে না। মঙ্গলবার (২০ নবেম্বর) সচিবালয়ে নিজ দফতরে ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তারেকের অনলাইনে সাক্ষাতকার ইস্যুতে প্রয়োজনে আদালতে যাব। তিনি বলেন, তারেকের বিদেশে থেকে স্কাইপিতে কথা বলার বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতে অনুরোধ করেছিলাম। তাদের যেহেতু আরপিও অনুযায়ী ব্যবস্থা নেয়ার সুযোগ নেই ফলে প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রণালয় আছে, তারা ব্যবস্থা নেবে। আর বিষয়টির যদি উপযুক্ত সমাধান না হয় তাহলে প্রয়োজনে আমরা আদালতে যাব। ওবায়দুল কাদের অভিযোগ করে বলেন, তারেক রহমানের অনলাইনে বক্তব্য সাইবার অপরাধ হতে পারে। একজন সাজাপ্রাপ্ত আসামি এটা করতে পারে না। তিনি একজন ফেরারি আসামি হয়ে বিদেশ থেকে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবে এটা কীভাবে হয়। আকাশপথে তারেক রহমানের বক্তব্য ঠেকাতে নির্বাচন কমিশনের কাছে যেহেতু কোন মিজাইল নেই ফলে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে, বলেন কাদের। স্কাইপি এ্যাপ বন্ধ কেন? এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, এটা বিটিআরসির বিষয়। তারাতো দেশের সীমানার বাইরে আকাশপথে যুদ্ধ করবে না। দেশের ভেতরে থেকে কেউ এমন প্রচারণা চালালে সে বিষয়ে তারা ব্যবস্থা নিতে পারে। দেশের ভেতরের বিষয়ে হয়তো তারা এ ধরনের ব্যবস্থা নিয়েছে। নানা কারণে বিতর্কিত হওয়ায় কক্সবাজারের আবদুর রহমান বদি ও টাঙ্গাইলের আমানুর রহমান রানাকে মনোনয়ন দেয়া হচ্ছে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জরিপে বদি ও রানা এগিয়ে থাকলেও নানা বিতর্কের কারণে তাদের মনোনয়ন দেয়া হচ্ছে না। তবে বদির পরিবর্তে তার স্ত্রীকে (শাহিনা আক্তার চৌধুরী) নৌকার প্রার্থী করা হবে। সেইসঙ্গে রানার পরিবর্তে তার বাবা আওয়ামী লীগ নেতা আতাউর রহমান খানকে মনোনয়ন দেয়া হচ্ছে। এছাড়া আরও অনেক হেভিওয়েট প্রার্থীও বাদ পড়তে পারেন। টেকনাফ-উখিয়ার সংসদ সদস্য (এমপি) বদির বিরুদ্ধে মাদক ব্যবসায় সম্পৃক্ততা এবং ঘাটাইলের এমপি রানা একটি হত্যা মামলায় কারাগারে থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আওয়ামী লীগের মনোনয়ন প্রক্রিয়া কবে শেষ হচ্ছে- এ প্রশ্নে কাদের বলেন, আমাদের দলীয় মনোনয়ন আপাতত শেষ করেছি, এখন জোটের শরিকদের সঙ্গে আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছি শেয়ারিংয়ের বিষয় নিয়ে। ২৭ তারিখ পর্যন্ত সময় আছে, তার আগে ২৪ বা ২৫ নবেম্বরের মধ্যে এসব প্রকাশ করা হবে।
×