ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিরলেন সৌম্য, নাঈম ॥ বাদ লিটন, শান্ত, রাহি, অপু, শফিউল ॥ বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ

অবশেষে সাকিবকে নিয়েই টেস্ট দল ঘোষণা

প্রকাশিত: ০৭:০৬, ১৮ নভেম্বর ২০১৮

অবশেষে সাকিবকে নিয়েই টেস্ট দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য শনিবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে সাকিব আল হাসান আছেন। প্রথম টেস্ট থেকেই তিনি খেলবেনও। এমন আশাই করা হচ্ছে। দলে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার ও স্পিনার নাঈম হাসানও। দল থেকে বাদ পড়েছেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, পেসার আবু জায়েদ রাহি, স্পিনার নাজমুল ইসলাম অপু ও পেসার শফিউল ইসলাম। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট ২২ নবেম্বর চট্টগ্রামে শুরু হবে। দ্বিতীয় টেস্ট মিরপুরে ৩০ নবেম্বর শুরু হবে। ১৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। যেহেতু স্বাগতিক দল তাই কম সদস্য নিয়েই দল ঘোষণা করেছে বিসিবি। চাইলেই যে দলে সদস্য বাড়ানো যাবে। জিম্বাবুইয়ের বিপক্ষে টেস্ট দলে ছিলেন না সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিব খেলবেন কিনা সেই নিশ্চয়তা ছিল না। তামিম ইকবাল ফিট হয়ে যাচ্ছিলেন। কিন্তু আবার পাঁজরে ব্যথা পাওয়ায় প্রথম টেস্টের দলে তামিম নেই। তবে ইনজুরি থেকে মুক্ত হওয়ার শেষধাপে আছেন সাকিব। আঙ্গুলের অবস্থা খুবই ভাল। আর তাই সাকিবকে দলে রাখা হয়েছে। প্রথম টেস্ট শুরু হতে এখনও চারদিন বাকি। এই চারদিনে সাকিবের পুরো ফিট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক প্রবল। যদি সামনে আর কোন সমস্যা না হয়, ব্যথা না দেখা দেয় তাহলে সাকিব প্রথম টেস্ট থেকেই খেলতে পারবেন। আর তাই সাকিবকে রাখা হয়েছে। সাকিবের জন্য দল ঘোষণায় অপেক্ষা ছিল। সেই অপেক্ষা শনিবার শেষ হলো। সাকিব যদি শেষ মুহূর্তে কোন কারণে নাও খেলতে পারেন তাহলে নাঈম হাসান আছেন। তাকে দলে রাখা হয়েছে। নাঈম হাসান এবার জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) অসাধারণ বোলিং করেছেন। ৬ ম্যাচে ২৮ উইকেট নিয়েছেন নাঈম। সবার চেয়ে বেশি উইকেট শিকার করেছেন। নাঈম আগে থেকেই নির্বাচকদের ভাবনায় ছিলেন। চট্টগ্রামের হয়ে খেলা এই অফস্পিনার ১৫টি প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে এরই মধ্যে ৪৮ উইকেট শিকার করে ফেলেছেন। নাঈম এর আগে দলে ছিলেন। এ বছর জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টে দলে ছিলেন নাঈম। সাকিবের ইনজুরির জন্য নাঈমকে দলে রাখা হয়েছিল। কিন্তু তার খেলা হয়নি। এবার দ্বিতীয়বারের মতো টেস্ট দলে সুযোগ পেলেন নাঈম। সৌম্য আবার দলে ফিরেছেন। তিনি এক বছর পর আবার টেস্ট দলে ফিরলেন। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দলে ছিলেন সৌম্য। এবার আবার সুযোগ পেলেন। লিটনের ব্যর্থতায় সৌম্য ফিরেছেন। খুলনার হয়ে জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) সৌম্য অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন। এ পেস অলরাউন্ডার বল হাতে ৫ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে ৫ ম্যাচে ৮ ইনিংসে ৬৭.২৮ গড়ে ৪৭১ রান করেছেন। তৃতীয়সেরা ব্যাটসম্যান হয়েছেন। ১টি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরি করেছেন সৌম্য। তাই সৌম্যকে আবারও টেস্ট দলে ফেরানো হয়েছে। জিম্বাবুইয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলে লিটন, শান্ত, রাহি, অপু ও শফিউল ছিলেন। এবার তারা সুযোগ পাননি। এর মধ্যে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজে শফিউল খেলার সুযোগ পাননি। লিটন খেলেছেন। কিন্তু ব্যর্থ হয়েছেন। ওয়ানডেতে দুর্দান্ত ছন্দে থাকা লিটন টেস্টে গত ১০ ইনিংস ধরে নৈপুণ্য দেখাতে পারেননি। একই অবস্থা হয়েছে শান্তরও। রাহি প্রথম টেস্টে খেললেও দ্বিতীয় টেস্টে সুযোগ পাননি। জিম্বাবুইয়ের বিপক্ষে লিটন দুই টেস্টের চার ইনিংস খেলে ৪৭ রান করতে পেরেছেন। শান্তর অবস্থা আরও কাহিল। তিনি এক টেস্ট খেলার সুযোগ পেয়ে ১৮ রান করতে পেরেছেন। রাহি বল হাতে ১ উইকেট শিকার করেছেন। অপুও ৪ উইকেট নিয়েছেন। কিন্তু অপুকে দলের বাইরে এবার রাখা হয়েছে নাঈম হাসানকে সুযোগ করে দেয়ায়। প্রথম টেস্টের দল ॥ সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহীম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান।
×