ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের মন্তব্য

কম্বোডিয়ায় গণহত্যার রায় অপরাধীদের জন্য সতর্কবার্তা

প্রকাশিত: ০৬:৩৬, ১৮ নভেম্বর ২০১৮

কম্বোডিয়ায় গণহত্যার রায় অপরাধীদের জন্য সতর্কবার্তা

কম্বোডিয়ায় গণহত্যার ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা একে একটি সতর্কবার্তা হিসেবে অভিহিত করেছে। পাশাপাশি সতর্ক করেছে যে, গণহত্যা করেছে এমন সর্বোচ্চ স্তরের ব্যক্তিদের তাদের অপরাধমূলক কর্মকা-ের জন্য ন্যায়বিচারের সম্মুখীন করা হবে। খবর এএফপির। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিথার নুয়ের্ত খেমার রুজ শাসনামলের দুই নেতার বিচারের সময় সাক্ষ্য দেয়া ব্যক্তিদের ও তাদের সাক্ষীদের সাহসের প্রশংসা করে এক বিবৃতিতে বলেন, এই গণহত্যার বিচার অন্য অপরাধীদের কাছে একটি বার্তা হোক। রাষ্ট্রের সাবেক প্রধানসহ সর্বোচ্চ স্তরের যারাই এই ধরনের অপরাধমূলক কর্মকা- করবেন তা কখনই সহ্য করা হবে না। শেষ পর্যন্ত তাদের বিচারের সম্মুখীন করা হবে। কম্বোডিয়ার এক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল খেমার রুজের সাবেক প্রধান খিউ সাম্পান (৮৭) ও ব্রাদার নম্বর টু নামে পরিচিত নুয়ন চিয়াকে (৯২) গণহত্যার দায়ে শুক্রবার দোষী সাব্যস্ত করে তাদের আমৃত্যু কারাদ- দিয়েছে। খেমার শাসন অবসানের প্রায় ৪০বছর পর ঐতিহাসিক এক রায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়। খেমার রুজের চার বছরের সন্ত্রাসীমূলক শাসনামলে দেশটির এক-চতুর্থাংশ লোক না খেতে পেয়ে, গণহত্যার শিকার ও অতিরিক্ত কাজের কারণে মারা গেছেন। সম্প্রতি কম্বোডিয়ার প্রতিবাসী মিয়ানমার রোহিঙ্গা সঙ্কট সৃষ্টি করেছে। মিয়ানমার সেনাবাহিনী ও দুর্বৃত্তরা সেখানে অগ্নিসংযোগ করেছে। যা জাতিসংঘের তদন্তকারীরা তদন্ত করতে গিয়ে জানতে পেরেছেন। তারা আরও জেনেছেন, সংখ্যালঘু মুসলমানদের ওপর সেনারা ও দুর্বৃত্তরা নিধনযজ্ঞ চালিয়েছে। যদিও মিয়ানমার জাতিসংঘের তদন্ত প্রতিবেদন অস্বীকার করেছে। জাতিসংঘের তদন্তকারীরা বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) নিয়ে গিয়ে তদন্ত ও বিচারকাজ চালানোর পরামর্শ দিয়েছে। যুদ্ধাপরাধের বিচারে সমর্থন দিলেও আইসিসি স্বাক্ষর না করা পশ্চিমা দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র একটি। তারা গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্তের বিষয়টি সমর্থন করে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আফগানিস্তানে মার্কিন সেনাবাহিনী ও গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে মুক্ত তদন্তের ব্যাপারে আইসিসির অনুরোধ প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন হেগভিত্তিক অধিকার সংস্থাকে বলেছেন, যদি তারা কোন আমেরিকানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ গ্রহণ করেন তবে বিচারক ও অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি এবং গ্রেফতার করা হবে।
×