ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাছ ধরার নৌকায় চড়ে ব্রিটেনে অবৈধ অভিবাসীদের প্রবেশ

প্রকাশিত: ০৪:২১, ১৫ নভেম্বর ২০১৮

মাছ ধরার নৌকায় চড়ে ব্রিটেনে অবৈধ অভিবাসীদের প্রবেশ

ইরানী অভিবাসীদের একটি দল ফরাসী এক বন্দর থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে। তারা ১২মিটার (৪০ফুট) লম্বা একটি মাছ ধরার নৌকায় চড়ে ব্রিটেনে পৌঁছায়। যাত্রা শেষ করার আগেই তারা সীমান্তের কাছে কর্মকর্তাদের হাতে ধরা পড়ে যায়। খবর গার্ডিয়ানের। ব্রিটিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, তিনটি শিশুসহ ১৭ অভিবাসী মঙ্গলবার ভোরে ইংল্যান্ডে পৌঁছায়। ধারণা করা হচ্ছে, ক্যালি বন্দরের কাছে তারা মাছ ধরার নৌকা চুরি করে পালানোর চেষ্টা করেছিল। ফরাসী বন্দর কর্তৃপক্ষ একে অপ্রত্যাশিত ঘটনা বলে অভিহিত করেছে। তারা জানিয়েছে, অতীতে অনেকে ছোট নৌকা ব্যবহার করে সমুদ্র পাড়ি দেয়ার কাজ করেছে। তবে তাদের সাফল্য খুব কমই হয়েছে। তারা সীমান্ত পাড়ি দেয়ার আগেই বেশিরভাগ নৌকা আটক করা হয়েছে। ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ডোভার পোতাশ্রয়ে অভিবাসী দলটি আটকা পড়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, তাদের আশ্রয় দেয়ার বিষয়টি পর্যালোচনা করা হবে এবং শিশুদের সামাজিক পরিষেবায় পাঠানো হবে। মুখপাত্র বলেন, আটক দলটির সবাই ইরানী বলে নিজেদের দাবি করেছেন। তাদের মধ্যে ১৪ পুরুষ ও তিন শিশু রয়েছে। তাদেরকে নৌকার পাটাতনের নিচে পাওয়া যায়।
×