ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডেমোক্র্যাটরা প্রেসিডেন্টের বিষয়ে তদন্ত করতে চান, ইমপিচ নয়

তদন্তের মুখে ট্রাম্প প্রশাসন

প্রকাশিত: ০৩:৫১, ১৩ নভেম্বর ২০১৮

তদন্তের মুখে ট্রাম্প প্রশাসন

মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় ক্ষমতা অপব্যবহার করেছেন কী না সেটি তারা এখন তদন্ত করবে। বিশেষ করে গণমাধ্যমের বিষয়ে তিনি কোন ক্ষমতা অপব্যবহার করেছেন কি না সেটি তারা খতিয়ে দেখবে বলে ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত সদস্য এ্যাডাম শিফ জানিয়েছেন। গার্ডিয়ান। ডেমোক্র্যাটরা আগামী বছর সম্ভবত হাউস ইন্টেলিজেন্স কমিটির নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে। তারা ট্রাম্প প্রশাসনের কর্মকা- তদন্ত করে দেখার আগ্রহ প্রকাশ করলেও ট্রাম্পকে ইমপিচ করতে ইচ্ছুক নয় বলে জানা গেছে। প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা ন্যান্সি পেলোসি রবিবার সিবিএস টেলিভিশনের ফেস দ্য নেশন অনুষ্ঠানে বলেন, ‘ডেমোক্র্যাটরা রাজনৈতিক উদ্দেশ্য থেকে ট্রাম্প প্রশাসনের কর্মকা- তদন্ত করবে না, কেবল সত্য উদ্ঘাটনের জন্য এটি করা হবে।’ তবে দলের সিনিয়র সদস্যরা বলেছেন, হোয়াইট হাউস থেকে দুর্নীতি মূলোৎপাটন করতে তারা বদ্ধপরিকর। চলতি বছর আরও আগের দিকে ট্রাম্প আমাজনসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের পোস্টাল রেট দ্বিগুণ করতে চেয়েছিলেন বলে ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছিল। এছাড়া ট্রাম্প এটিএ্যান্ডটি এবং টাইম ওয়ার্নার একীভূত হওয়ার উদ্যোগ আটকানোর চেষ্টা করেছিলেন। এটিএ্যান্ডটি আগস্টে টাইম ওয়ার্নারকে অধিগ্রহণ করে। এরপর বিচার বিভাগ অধিগ্রহণের বিরুদ্ধে আপীল করেছিল। ট্রাম্পের এসব কাজের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। আমাজনের মালিক জেফ বেজোস, ওয়াশিংটন পোস্ট পত্রিকাটি তার। আবার টাইম ওয়ার্নারের মালিকানায় রয়েছে সিএনএন। ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন ট্রাম্প উভয়কে প্রতিপক্ষ বিবেচনা করেন। শিফ বলেছেন, এটিএ্যান্ডটির পোস্টাল রেট যেন বাড়ানো যায় সেই উদ্দেশে ট্রাম্প পোস্টমাস্টার জেনারেলের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। রবিবার প্রচারিত এইচবিও টেলিভিশনকে দেয়া এক সাক্ষাতকারে শিফ এসব বলেছেন। শিফ মনে করেন, এসব করতে গিয়ে ট্রাম্প রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে থাকতে পারেন। এটিএ্যান্ডটি- টাইম ওয়ার্নার অধিগ্রহণের ক্ষেত্রে সরকারী ক্ষমতা আসলে কতটুকু অপব্যবহার হয়েছে সে বিষয়ে শিফ নিশ্চিত নন। কারণ হতে পারে টাইম ওয়ার্নারের একচেটিয়া ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল অথবা কেবল সিএনএনকে শাস্তি দেয়ার জন্যও তা হয়ে থাকতে পারে। যে কারণেই হোক বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন বলে শিফ মনে করেন। শিফ হাউস ইন্টেলিজেন্স কমিটির প্রধান হতে পারেন। ট্রাম্প প্রশাসনের বিষয়ে তদন্ত করার ইচ্ছা প্রকাশ করলেও তাকে ইমপিচ করার কোন পরিকল্পনা ডেমোক্র্যাটদের এই মুহূর্তে নেই। বিষয়টি হাউস নেতা ন্যান্সি পেলোসির কথা স্পষ্ট হয়েছে। ডেমোক্র্যাট সদস্য জেরি নাডলার সম্ভবত পরবর্তী হাউস জুডিসিয়ারি কমিটির প্রধান হবেন। তিনিও সিএনএনকে বলেছেন যে ট্রাম্পকে এখনই সরিয়ে দেয়ার কোন ইচ্ছা তাদের নেই। তবে তাদের ট্রাম্পের নিয়োগ দেয়া অস্থায়ী এ্যাটর্নি জেনারেল ম্যাথিউ হুইটকারকে তলব করার পরিকল্পনা রয়েছে। তিনি রবার্ট মুয়েলারের তদন্তের বিষয়ে তার অতীত বিবৃতিগুলোর বিষয়ে সাক্ষী দেবেন। ওভারসাইট কমিটির চেয়ারম্যান এলিজা কামিংস বলেছেন এফবিআই সদর দফতর সরানোর বিষয়ে পরিকল্পনা বাস্তবায়নে ট্রাম্প নিজে বাধা দিয়েছিলেন কি না সেটি তারা তদন্ত করবেন। ট্রাম্পের নিজস্ব হোটেল ব্যবসার স্বার্থে ওই ধরনের হস্তক্ষেপ করা হয়ে থাকতে পারে। গত মঙ্গলবার অনুষ্ঠিত কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। তবে রিপাবলিকানরা সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধওে রেখেছে। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের প্রাধান্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
×