ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বেয়ার্ন মিউনিখ

এবার তুরিনে জুভেন্টাস-ম্যানইউ মহারণ

প্রকাশিত: ০৬:৫০, ৭ নভেম্বর ২০১৮

এবার তুরিনে জুভেন্টাস-ম্যানইউ মহারণ

জাহিদুল আলম জয় ॥ দুই সপ্তাহের ব্যবধানে আবারও মুখোমুখি হচ্ছে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দুই পরাশক্তি জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড। আজ রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলে ‘এইচ’ গ্রুপের ম্যাচে ইতালিয়ান চ্যাম্পিয়নদের আতিথ্য নিচ্ছে ইংলিশ পরাশক্তি ম্যানইউ। তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে ম্যাচটি জিতলেই দুই খেলা হাতে রেখে নকআউট পর্বে খেলা নিশ্চিত হবে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জুভেন্টাসের। গত ২৩ অক্টোবর ওল্ডট্র্যাফোর্ড থেকে পাওলো দিবালার একমাত্র গোলে জয় নিয়ে ফেরে তুরিনের ওল্ডলেডিরা। এই ম্যাচটি তাই রেড ডেভিলদের জন্য প্রতিশোধের। বাজে সময় পেছনে ফেলার চেষ্টায় থাকা রিয়াল মাদ্রিদও মাঠে নামছে আজ রাতে। সর্বশেষ তিন আসরের চ্যাম্পিয়নরা ‘জি’ গ্রুপের ম্যাচে চেক প্রজাতন্ত্রের ক্লাব ভিক্টোরিয়া প্লাজেনের আতিথ্য নিচ্ছে। গ্রুপের আরেক ম্যাচে লড়বে সিএসকেএ মস্কো ও এএস রোমা। রোমা ও রিয়াল দু’দলই ৬ পয়েন্ট করে নিয়ে গ্রুপের শীর্ষে আছে। ‘এফ’ গ্রুপ থেকে হার দিয়ে মিশন শুরু করলেও পরের দুই ম্যাচ জিতে শীর্ষে উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ চ্যাম্পিয়নরা এবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ইউক্রেেেনর ক্লাব শাখতার ডোনেস্কের মুখোমুখি হচ্ছে। গ্রুপের আরেক ম্যাচে লড়বে লিঁও ও হোফেনহেইম। ‘ই’ গ্রুপের ম্যাচে মাঠে নামছে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখ। ঘরের মাঠ মিউনিখের এ্যালিয়েঞ্জ এ্যারানায় বাভারিয়ানদের আতিথ্য নিচ্ছে গ্রীসের ক্লাব এথেন্স। আরেক ম্যাচে লড়বে পর্তুগালের বেনফিকা ও হল্যান্ডের আয়াক্স। নিজেদের সর্বশেষ ম্যাচে হাফ ছেড়ে বাঁচা জয় পায় রিয়াল। ওই ম্যাচটির আগে টানা পাঁচ ম্যাচ জয়হীন ছিল রেকর্ড হ্যাটট্রিক ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। সেই ধাক্কা কাটিয়ে ভিক্টোরিয়া প্লাজেনকে ২-১ গোলে হারিয়ে জয়ে ফেরে গ্যালাক্টিকোরা। ওই জয়ে ৬ পয়েন্ট নিয়ে আবারও গ্রুপের শীর্ষে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে দুইয়ে আছে ইতালিয়ান ক্লাব এএস রোমা। ঘরের মাঠে রোমা ৩-০ গোলে হারায় রাশিয়ান ক্লাব মস্কোকে। ‘এইচ’ গ্রুপের ওই ম্যাচে সবটুকু আলো ছিল রোনাল্ডোকে ঘিরে। কেননা ম্যাচটির মধ্য দিয়ে আবারও ওল্ডট্র্যাফোর্ডে প্রত্যাবর্তন ঘটে সিআর সেভেনের। পর্তুগীজ তারকার ফেরার ম্যাচে আলোটা নিজের করে নিয়েছিলেন আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। তার করা একমাত্র গোলেই স্বাগতিক ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছিল অতিথি জুভেন্টাস। দুই সপ্তাহের ব্যবধানে এবার তুরিনে মুখোমুখি দুই জায়ান্ট। এর আগে ২০১৩ সালে সর্বশেষ রিয়াল মাদ্রিদের হয়ে ওল্ডট্র্যাফোর্ড সফরে এসেছিলেন রোনাল্ডো। ২০০৩-০৯ সাল পর্যন্ত ৬ বছরে তিনি ইউনাইটেডের হয়ে ১১৮ গোল করেছেন। এর মধ্যে জয় করেছেন তিনটি প্রিমিয়ার লীগ ও ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা। তবে এবার ওল্ডট্রাফোর্ডে তার ফেরাটা খুব একটা সুখকর হয়নি। ইউনাইটেড সমর্থকদের মধ্যে রোনাল্ডোকে নিয়ে বাড়তি কোন উত্তেজনাও চোখে পড়েনি। রিয়াল ছাড়ার পর নিজেকে খুব একটা মেলে ধরতে পারছেন না পর্তুগীজ তারকা। আজ রাতে তাই সিআর সেভেনের দিকে বাড়তি নজর থাকছে সবার। এদিকে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে এখনও জায়গাটা পাকাপোক্ত করতে পারেননি ভারপ্রাপ্ত কোচ সান্টিয়াগো সোলারি। ধারণা করা হচ্ছে যে কোন সময় তাকে অব্যাহত দেয়া হতে পারে। এরই মধ্যে অবশ্য তিনি নিজের সেরাটা দিয়ে রিয়ালকে কক্ষপথে ফেরানোর চেষ্টায় আছেন। রিয়ালের কোচ হয়েই প্রথম ম্যাচে আফ্রিকা ঘুরে আসতে হয়েছে সোলারিকে। ওই ম্যাচে নতুন পরীক্ষা চালিয়েছিলেন দলের ওপর। সে ম্যাচে কাস্টিয়া থেকে তিনজন খেলোয়াড়কে নিয়ে প্রথম একাদশ সাজিয়েছিলেন সোলারি। আবার কারভাহালের অনুপস্থিতিতে নাচোকে না নামিয়ে নামিয়েছেন ওদ্রিওসোলাকে, মূল রক্ষণে ছিলেন কাস্টিয়ার জাভি সানচেজ। আক্রমণে ভিনিসিয়ুস ও ক্রিস্টো পেরেজও সুযোগ পেয়েছেন। সোলারির আগমনের সঙ্গে সঙ্গে দলের মাঝে চোটের আগমনও শুরু হয়। ভায়েহো, ভারানে, মার্সেলো, কারভাহালকে হারিয়ে মোটামুটি শূন্য ডিফেন্স তৈরি হয়েছিল। সোলারি ভরসা রেখেছেন নিজের একাডেমি দলের খেলোয়াড়দের প্রতি। যারা বয়সে কম হলেও দলের প্রয়োজনে কাজে আসতে পারেন। এখন পর্যন্ত হাতে গোনা কয়েকটি সিদ্ধান্তই বিদায়ী কোচ জুলেন লোপেতেগুইয়ের থেকে সোলারিকে আলাদা করেছে। এই ধারা আজ রাতে চ্যাম্পিয়ন্স লীগে বজায় থাকে কিনা সেটাই দেখার।
×