ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মইনুলের জামিন নামঞ্জুর

প্রকাশিত: ০৬:০১, ৬ নভেম্বর ২০১৮

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মইনুলের জামিন নামঞ্জুর

কোর্ট রিপোর্টার ॥ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ জামিন নামঞ্জুরের আদেশ দেন। মইনুলের পক্ষে জামিন শুনানি করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ প্রমুখ। শুনানিতে তারা বলেন, মইনুল হোসেন যা কিছু বলেছেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে বলেছেন। আর এজন্য তিনি ক্ষমা চেয়েছেন। কিন্তু এ মামলার বাদী সুমনা আক্তার লিলিকে তো কিছু বলেননি। তাহলে তিনি কিভাবে এ মামলা দায়ের করেন? তারা আরও বলেন, এ মামলাটি জামিনযোগ্য ধারায় অপরাধ হয়েছে। আসামি জামিন পাওয়া আইনগত অধিকার আছে। তাই আমরা তার জামিনের প্রার্থনা করছি।
×