ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আবদুল আউয়াল মিন্টুকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৪:৪২, ৬ নভেম্বর ২০১৮

আবদুল আউয়াল মিন্টুকে দুদকের জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ ঋণ জালিয়াতি ও মুদ্রা পাচারের অভিযোগ তদন্তের অংশ হিসেবে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার সকাল সাড়ে ৯টায় তিনি সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হলে তদন্ত কর্মকর্তা ও উপ-পরিচালক সামছুল আলম জিজ্ঞাসাবাদ শুরু করেন বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান। তিনি বলেন, ব্যবসায়ী মিন্টুকে দুদকে তলব করে গত ৩১ অক্টোবর তার মাল্টিমোড গ্রুপের অ্যাংকর টাওয়ারের অফিসের ঠিকানায় নোটিস দেয় দুদক। মিন্টুর বিরুদ্ধে ভুয়া অডিট রিপোর্ট তৈরি করে ঋণ নেয়া, রাজস্ব ফাঁকি দিয়ে শত কোটি টাকা আত্মসাত, ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় সন্দেহজনক লেনদেন, বিদেশে অর্থ পাচার এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে দুদকের হাতে।
×