ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দিল্লীর বাতাস শিশুদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ০৪:২৬, ৬ নভেম্বর ২০১৮

দিল্লীর বাতাস শিশুদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ

যোগেশ কুমারের জীবন বাঁচাতে তার রোগাক্রান্ত ফুসফুসে অস্ত্রোপচার করতে হয়েছে। তবে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুতে তিনি কিভাবে এতদিন নিঃশ্বাস নিচ্ছিলেন তা ভেবে চিকিৎসকরা অবাক হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভারতে প্রতিবছর ১০ লাখেরও বেশি লোক ধোঁয়ার কারণে মারা যায়। দেশটির রাজধানী দিল্লীর বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের নগরী। খবর এএফপির। প্রতিবছর নবেম্বর মাসে দিল্লীর হাসপাতালগুলোতে গুরুতর শ্বাসকষ্টের রোগী ভর্তি হয়। শহরটিতে ২ কোটি লোকের বাস। দিল্লীর শ্রী গঙ্গারাম হাসপাতালের শল্য চিকিৎসক শ্রীনিবাস কে. গোপিনাথ বলেন, দিল্লীর বাতাস মৃত্যুদ-ের মতো। এই হাসপাতালেই ২৯ বছর বয়সী কুমারের চিকিৎসা হয়েছে। গোপীনাথ তার রোগীদের জন্য উদ্বিগ্ন। তারা যক্ষ্মা থেকে বেঁচে গেলেও এখন আরেকটি অদৃশ্য ঘাতকের দয়ার ওপর নির্ভর করছে। শীতল বাতাস দূষণকে ভূমির কাছাকাছি নিয়ে আসে। দিল্লীর বাতাসে পিএম এর মাত্রা ২ দশমিক ৫। ফলে বাতাসের উপাদান এতটাই ছোট যে এই কণিকাগুলো ফুসফুসে ঢুকে যেতে পারে এবং এর ফলে প্রায়ই রক্তপ্রবাহ নিরাপদ মাত্রার চেয়ে ৩০ গুণ কম হতে পারে। হিন্দুদের ধর্মীয় উৎসব দিওয়ালির সময় বাতাসে দূষণের মাত্রা সবচেয়ে বেশি থাকে। পটকা ও বাজির ধোঁয়া বাতাসকে আচ্ছন্ন করে ফেলে। পাশাপাশি গাড়ির কালোধোঁয়া, কারখানার ধোঁয়া, নির্মাণাধীন ভবনের ধুলা ও শস্য পোড়ানোর ধোঁয়া বাতাসকে দূষিত করে। নগরীতে বায়ু দূষণের মাত্রা এতটাই বেড়ে যায় যে বৈজ্ঞানিক পরিমাপ যন্ত্রে তা মাপা সম্ভব হয় না। বুধবার দিওয়ালির এ সময়ে কুমার হাসপাতাল থেকে ছাড়া পাবেন।
×