ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আর্সেনাল-লিভারপুলের রোমাঞ্চকর ড্র

ইউনাইটেড, লিচেস্টার, টটেনহ্যামের জয়

প্রকাশিত: ০৬:২১, ৫ নভেম্বর ২০১৮

 ইউনাইটেড, লিচেস্টার, টটেনহ্যামের জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ইংলিশ প্রিমিয়ার লীগে (ইপিএল) প্রত্যাশিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, এভারটন, লিচেস্টার সিটি, ওয়েস্টহ্যাম এবং টটেনহ্যাম হটস্পারের মতো দলগুলো। তবে ড্র হয়েছে আর্সেনাল-লিভারপুলের ম্যাচটি। জোশে মরিনহোর দল ২-১ গোলে পরাজিত করেছে বোর্নমাউথকে। লিচেস্টার সিটি ১-০ গোলে হারায় কার্ডিফ সিটিকে। নিউক্যাসল ইউনাইটেড একই ব্যবধানে পরাজয়ের স্বাদ উপহার দেয় ওয়াটফোর্ডকে। এভারটন নিজেদের মাঠে ৩-১ গোলে হারায় ব্রাইটনকে। ওয়েস্টহ্যাম ৪-২ গোলে বিধ্বস্ত করে বার্নলিকে। টটেনহ্যাম হটস্পার ৩-২ গোলে জয় তুলে নেয় উলভসের বিপক্ষে। এছাড়া আর্সেনাল-লিভারপুলের ম্যাচটি শেষ হয় ১-১ গোলের ড্রয়ে। ইংলিশ প্রিমিয়ার লীগে শনিবার বোর্নমাউথ আতিথ্য দেয় ম্যানচেস্টার ইউনাইটেডকে। ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটেও স্কোরলাইন ছিল ১-১। বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড ড্র নিয়ে মাঠ ছাড়তে যাচ্ছে, আবারও খেতে যাচ্ছে হোঁচট- এমন আশঙ্কা তখন বেশ ভালভাবেই উপস্থিত। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে চমৎকার এক গোল করে সব আশঙ্কা উড়িয়ে দিলেন মার্কাস রাশফোর্ড। ভাইটালিটি স্টেডিয়ামে ম্যাচের একাদশ মিনিটে ক্যালাম উইলসনের গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। ৩৫তম মিনিটে এ্যান্টনি মার্শালের গোলে সমতায় ফেরে ইউনাইটেড। এরপর প্রথমার্ধের বাকিটা আর দ্বিতীয়ার্ধের পুরো সময়ে আরেকটি গোলের জন্য হন্যে হয়েছে দুই দল। তবে রাশফোর্ডের গোলে শেষ হাসিটা ইউনাইটেডেই হাসে। এই জয়ের ফলে ১১ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে উঠে এসেছে জোশে মরিনহোর দল। শনিবার ফুটবলপ্রেমীদের দৃষ্টি ছিল লিভারপুল-আর্সেনালের ম্যাচেও। ইংলিশ প্রিমিয়ার লীগে হাইভোল্টেজ ম্যাচে লড়াইয়ে এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনাও জাগিয়েছিল টানা জয়ের মধ্যে থাকা লিভারপুল। তবে শেষদিকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে মূল্যবান এক পয়েন্ট তুলে নিয়েছে আর্সেনাল। তাতে দুই দলই অপরাজিত থাকল এই মৌসুমে। প্রথমার্ধে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে আর্সেনালই দাপট দেখিয়েছে। তবে প্রথমার্ধে কোন গোলই হয়নি। বিরতি থেকে ফিরে ম্যাচের ৬১তম মিনিটে লিভারপুলের গোলের অপেক্ষা শেষ হয়। বাঁদিক থেকে মানের শট ঝাঁপিয়ে কোনমতে ঠেকান গোলরক্ষক। ফিরতি বল পেয়ে জোরালো শটে পোস্ট ঘেঁষে লক্ষ্যভেদ করেন অলরেডদের ইংলিশ মিডফিল্ডার জেমস মিলনার। তবে শেষ পর্যন্ত টানা ১৪তম ম্যাচে অজেয় থাকার মর্যাদা অটুট রাখতে সফল হয় আর্সেনাল। ম্যাচের ৮২তম মিনিটে এ্যালেক্স আইওবির এ্যাসিস্টে সময় নিয়ে ঠা-া মাথায় সমতা ফেরান ল্যাকাজেত্তে। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-১ ব্যবধানে ড্র নিয়েই মাঠ ছাড়ে দু’দল। এই ড্রয়ে ম্যানচেস্টার সিটিকে টপকে শীর্ষে উঠলো লিভারপুল।
×