ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ডব্লিউটিএ এলিট ট্রফি বার্টির

প্রকাশিত: ০৬:১৯, ৫ নভেম্বর ২০১৮

 ডব্লিউটিএ এলিট ট্রফি বার্টির

স্পোর্টস রিপোর্টার ॥ ভাগ্য বিধাতার আশীর্বাদে শেষ মুহূর্তে সেমিফাইনাল খেলার সুযোগ পেয়েছিলেন। সেই সুযোগ কাজে লাগিয়ে চাইনিজ তারকা ওয়াং কিয়াং চীনের ঝুহাইয়ে হেংকিন লাইফ ডব্লিউটিএ এলিট ট্রফির ফাইনালে উঠে আসেন। কিন্তু এবার আর ভাগ্য সদয় হয়নি তার প্রতি। স্বাগতিক এ তারকা রবিবার ফাইনালে তেমন কোন লড়াই না করেই হেরে গেছেন সরাসরি ৬-৩, ৬-৪ সেটে। দারুণ এ জয়ে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ার তারকা এ্যাশলেই বার্টি। এটি তার ক্যারিয়ারের তৃতীয় ডব্লিউটিএ শিরোপা। ফাইনালে দর্শকদের প্রায় সবাই সমর্থন দিয়েছেন ওয়াংকে। কারণ ২৬ বছর বয়সী এ তরুণী স্বাগতিক তারকা। কিন্তু সবাইকে কয়েক মিনিটের মধ্যেই নিশ্চুপ হতে হয়েছে ওয়াংয়ের ব্যর্থতায়। প্রথম সেটেই টানা ৪ গেম জিতে ৪-০ ব্যবধানে এগিয়ে যান ২২ বছর বয়সী বার্টি। আর তাতেই স্তব্ধ হয়ে যায় দর্শক গ্যালারি। শুরুর এই দাপুটে নৈপুণ্যে প্রথম সেট অনায়াসেই জিতে যান অসি তারকা ৬-৩ ব্যবধানে। দ্বিতীয় সেটে অবশ্য দারুণ প্রত্যাবর্তন ঘটেছিল ওয়াংয়ের। তবে চীনের এই এক নম্বর খেলোয়াড় এবারও পারেননি, চতুর্থ গেমে গিয়ে ব্রেক পয়েন্ট জিতে এগিয়ে গেছেন বার্টি। সেটাই ম্যাচ ও শিরোপা থেকে ছিটকে দিয়েছে ওয়াংকে। ক্যারিয়ারের তৃতীয় ডব্লিউটিএ শিরোপা হাতে তুলেছেন বার্টি। গত জুনেই ক্যারিয়ারের দ্বিতীয় শিরোপা জিতেছিলেন নটিংহ্যামে। অথচ ভাগ্যের সহায়তায় গ্রুপপর্ব থেকে উঠে আসা ওয়াং হয়ে উঠেছিলেন অন্যতম ফেবারিট। চারটি গ্রুপে ৩ জন করে প্রতিযোগী রাউন্ড রবিন লীগ ভিত্তিতে খেলে সেরা ৪ জন উঠেছিলেন সেমিফাইনালে- আজালিয়া গ্রুপ থেকে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন কেইস, ক্যামেলিয়া গ্রুপ থেকে স্পেনের গারবিন মুগুরুজা, অর্কিড গ্রুপ থেকে অস্ট্রেলিয়ার বার্টি এবং রোজ গ্রুপ থেকে জার্মানির জুলিয়া জর্জেস।
×