ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

আড়াই লাখ হকার দখল করে আছে ঢাকার ফুটপাথ

প্রকাশিত: ০৪:২১, ৩ নভেম্বর ২০১৮

 আড়াই লাখ হকার দখল করে আছে ঢাকার ফুটপাথ

স্টাফ রিপোর্টার ॥ ফুটপাথ মানে, হেঁটে চলার পথ। কিন্তু ঢাকায় বাস্তবতা ভিন্ন। ফুটপাথ মানেই হাটবাজার, ফুটপাথ মানেই সারি সারি হকার। আড়াই লাখের বেশি হকার মিলে ফুটপাথের বড় একটা অংশ দখলে নিয়েছে। তাই, পথচারীকে নামতে হচ্ছে সড়কে। বিশেষজ্ঞরা বলছেন, হকার ও পথচারীর মধ্যে একটা সমন্বয় করতে হবে। হকারদের গ্রামে পাঠিয়ে ক্রমান্বয়ে সরিয়ে দিতে হবে। ঢাকার ফুটপাথের বাধা হিসাব করলে সংখ্যায় অর্ধশতাধিক হবে। তবে সবচেয়ে বেশি দৃশ্যমান, হকারদের দৌরাত্ম্য। একেবারে হাটবাজার বানিয়ে বসে আছে রাজধানীর জনবহুল এলাকার ফুটপাথ। ফুটপাথ যেহেতু পথচারীর জন্য তাই দুই সিটি কর্পোরেশনের সঙ্গে হকারদের প্রায়ই উচ্ছেদ উচ্ছেদ খেলা চলে। বাস্তবে সে খেলায় জয়ী হয় হকাররাই। সংখ্যাটাও এত বেশি যে তাদের সঙ্গে পেরে ওঠা যায় না। তবে আড়াই লাখ হকারের কথা, বিকল্প ব্যবস্থা হলেই ছেড়ে দেবেন ফুটপাথ। প্রশ্ন হলো, কতকাল এভাবে পুনর্বাসন করা হবে। ইতোপূর্বে হাকারদের জন্য কয়েকটি মার্কেট তৈরি করে তাদের পুনর্বাসন করা হয়েছে। এভাবে পুনর্বাসন কার্যক্রম চলতে থাকলে কোনদিন ঢাকা হকারমুক্ত হবে না। ক্রমেই হকারের সংখ্যা বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন, এই হকারদের ধরে গ্রামে পাঠানোই হবে সবচেয়ে বড় পুনর্বাসন। গ্রামে চড়া মজুরি দিয়েও কাজ করার জন্য লোক পাওয়া যায় না। কৃষি শ্রমিকের অভাবে জমি পতিত পড়ে থাকছে। তাই তাদের গ্রামে ফেরত পাঠানো ছাড়া কোন বিকল্প নেই। বিশেষজ্ঞরা দুটোর মধ্যে সমন্বয় করে একটি পরিবেশবান্ধব ফুটপাথ উপহার দেয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, ক্রমান্বয়ে ফুটপাথ দখলমুক্ত করে পথচারীর অধিকার পথচারীর কাছে ফিরিয়ে দেয়ার কথা বলছেন। উত্তর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা বললেন, হকারদের পুনর্বাসন বা তাদের জন্য সাপ্তাহিক বাজার চালুর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তাদের যেখানে সেখানে বসতে দেব না।
×