ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

‘সেনাদের ওপর পাথর ছুড়লে ব্যবস্থা’

অভিবাসন প্রত্যাশীদের গুলি করার হুমকি ট্রাম্পের

প্রকাশিত: ০৪:০২, ৩ নভেম্বর ২০১৮

 অভিবাসন প্রত্যাশীদের গুলি করার হুমকি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার হুমকি দেন যে, মেক্সিকো সীমান্তে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর যারা পাথর ছুড়ে মারবে তাদের গুলি করা হবে। মধ্য আমেরিকান শরণার্থীদের অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়ার সময় এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কায় তিনি হোয়াইট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন। খবর এএফপির। ট্রাম্প বলেন, কয়েক হাজার শরণার্থীর একটি দল মার্কিন সীমান্তের দিকে পায়ে হেঁটে মেক্সিকো থেকে এগিয়ে আসছেন। তাদের বাঁধা দেয়ায় মেক্সিকান পুলিশের ওপর তারা বর্বর ও সহিংসভাবে পাথর ছুড়েছে। তারা আমাদের সেনাবাহিনীর ওপর পাথর ছুড়তে চাচ্ছে। আমাদের সেনারাও প্রস্তুত রয়েছে মোকাবেলা করার জন্য। আমি সেনাদের বলেছি রাইফেল প্রস্তুত রাখতে। যখন তারা মেক্সিকান সেনাবাহিনী ও পুলিশের ওপর যেমন পাথর ছুড়েছে তেমনি করে তখন তাদের গুলি করা হবে। ট্রাম্প তার বিরুদ্ধে করা বিতর্কিত অবৈধ অভিবাসী নীতির সমালোচনা নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন। তিনি যাকে অনিয়ন্ত্রিত অবৈধ অভিবাসী বলে অভিহিত করে আসছেন। ট্রাম্পের হুমকি সম্পর্কে মন্তব্য করতে পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করা হলে সেখানকার মুখপাত্র আর্মি লেফটেন্যান্ট কর্নেল জেমি ডেভিস বলেন, সেনাবাহিনী চরম অবস্থায় বল প্রয়োগের মতো পরিস্থিতির কথা আলোচনা করা হয়নি। তবে আমাদের বাহিনী প্রশিক্ষিত ও পেশাদার। যারা সবসময় আত্মরক্ষার অধিকার রাখে। তিনি ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) ও কাস্টমস এ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) দফতরের কথা উল্লেখ করে বলেন, ডিএইচএস অথবা সিবিপির সদস্যরা আইন প্রয়োগকারী কার্যক্রম সম্পাদনা করছে। আগামী মঙ্গলবার কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ট্রাম্প প্রতিদিনই বিরোধী দল ডেমোক্র্যাটদের সমালোচনা করছেন। তিনি বলছেন, ডেমোক্র্যাটরা চাচ্ছে সীমান্ত উন্মুক্ত করে রাখতে যাতে খারাপ লোক, ধর্ষক ও অন্যান্য ধরনের হুমকি আসতে পারে এমন লোকেরা যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পায়।
×