ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের সঙ্গে পল রায়ানের দ্বিমত

প্রকাশিত: ০৬:০৩, ২ নভেম্বর ২০১৮

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের সঙ্গে পল রায়ানের দ্বিমত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশবলে জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাওয়ার নিয়ম বাতিলের পরিকল্পনা জানানোর পর এর তীব্র বিরোধিতা করেছেন প্রতিনিধি পরিষদের স্পীকার পল রায়ান। ওয়াশিংটন পোস্ট। মঙ্গলবার ডব্লিউভিএলকে বেতার কেন্দ্রে এক সাক্ষাতকারে ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছেন কংগ্রেসের এ শীর্ষ রিপাবলিকান। তিনি বলেন, আপনি স্পষ্টতই একাজ করতে পারেন না। নির্বাহী আদেশ দিয়ে জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেয়া যাবে না। ওবামা (সাবেক প্রেসিডেন্ট) যখন নির্বাহী আদেশ দিয়ে অভিবাসন আইন পরিবর্তনের চেষ্টা করেছিলেন তখন আমরা তা পছন্দ করিনি। আর কনজারভেটিভ দল হিসেবে আমরা সংবিধানে বিশ্বাসী। যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করা বেশিরভাগ মানুষই আইনগতভাবে মার্কিন নাগরিকত্ব পায়।
×