ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেট্রোকে ইনিংসে হারাল ঢাকা

প্রকাশিত: ০৬:৩৫, ১ নভেম্বর ২০১৮

মেট্রোকে ইনিংসে হারাল ঢাকা

স্পোর্টস রিপোর্টার ॥ এক ইনিংসের বেশি খেলতেই হলো না ঢাকা বিভাগকে। ঢাকা মেট্রোকে তিনদিনেই ইনিংস ব্যবধানে হারিয়ে দিল ঢাকা বিভাগ। ইনিংস ও ১৬১ রানে হার হলো ঢাকা মেট্রোর। রংপুর ও রাজশাহীর মধ্যকার ম্যাচটি ড্র’র পথেই হাঁটছে। প্রথম স্তর ॥ তৃতীয়দিনেও বরিশালে খুলনা-বরিশাল ম্যাচটি গড়ায়নি। তাতে ম্যাচটি ড্রই হয়ে যাচ্ছে। তবে রংপুর-রাজশাহী ম্যাচটি চলছে। প্রথম ইনিংসে রংপুর ৩০৭ রান করার পর দ্বিতীয়দিন রাজশাহী ২ উইকেট হারিয়ে ৬৪ রান করে। ৩৫ রান করা জুনায়েদ সিদ্দিকী ও ১৯ রান করা ফরহাদ হোসেন অপরাজিত ছিলেন। তৃতীয়দিনে ২৪৮ রান করতেই গুটিয়ে যায় রাজশাহী। ফরহাদ ৭১ রান করতে পারেন। জুনায়েদ ৪৮ রানের বেশি করতে পারেননি। এ দুইজনের পরে জহুরুল ইসলাম অমি (৩৩) ও সানজামুল ইসলামই (২৫) যা একটু নিজেদের মেলে ধরতে পারেন। ৪ উইকেট করে নেয়া শুভাশীষ রায় ও রবিউল হকের গতির সামনে কুলিয়ে উঠতে পারেননি রাজশাহীর ব্যাটসম্যানরা। তবে ব্যাটসম্যানরা রান বেশি না করতে পারলেও উইকেট আঁকড়ে থাকার চেষ্টা করেন। তাতে দিনের খেলা শেষ হওয়ার ১১ ওভার আগে ব্যাটিংয়ে নামার সুযোগ পায় রংপুর। ১ উইকেট হারিয়ে ২০ রান করে। তাতে ১০৮ রানে এগিয়ে থাকে। আজ চতুর্থদিনে রংপুরকে আগে স্কোরবোর্ডে বড় সংগ্রহ যোগ করতে হবে। এরপর রাজশাহীর সামনে টার্গেট পড়বে। সেই টার্গেটে খেলতে নেমে রাজশাহীকে অলআউট করতে পারলে রংপুর জিতবে। কাজটি খুবই কঠিন। বিশেষ বোলিং না হলে ম্যাচটি ড্র’র পথেই এগিয়ে যাচ্ছে ধারণা করা হচ্ছে। দ্বিতীয় স্তর ॥ কক্সবাজারে চট্টগ্রাম-সিলেটের মধ্যকার ম্যাচটি তৃতীয়দিনেও হয়নি। ম্যাচটি নিশ্চিত ড্র হচ্ছে। তবে বগুড়ায় ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রোর ম্যাচটিতে একক আধিপত্য বিস্তার করে ঢাকা বিভাগ যে ইনিংসেও জিততে পারে তা দ্বিতীয়দিনেই বোঝা হয়ে যায়। শুভাগত হোমের ১০৬ রানে প্রথম ইনিংসে ৩৮৬ রান করে ঢাকা বিভাগ। তাতে করে প্রথমদিনেই ৮ উইকেট হারিয়ে ৫৯ রান করা ঢাকা মেট্রো ৩২৭ রানে পিছিয়ে পড়ে। ঢাকা বিভাগের অলআউট হওয়ার পর ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসে দ্বিতীয়দিন খেলতে নেমে ২ উইকেট হারিয়ে ৫৯ রান করে। ঢাকা মেট্রো ২৬৮ রানে পিছিয়ে থাকে। ম্যাচের তৃতীয়দিনেই ম্যাচের ফয়সালা হয়ে গেল। ঢাকা মেট্রো ১৬৬ রান করতেই অলআউট হয়ে গেল। দ্বিতীয়দিন ২৬ রানে অপরাজিত থাকা ওপেনার সাদমান ইসলাম শেষ পর্যন্ত ৬৬ রান করতে পারেন। বাকি ব্যাটসম্যানরা নিজেদের মেলে ধরতে না পারায় ইনিংস ব্যবধানেই হার হয় ঢাকা মেট্রোর। দুই স্পিনার তাইবুর রহমান (৪/৩১) ও মোশাররফ হোসেন রুবেল (৩/৩৪) মিলেই ঢাকা মেট্রোকে ডুবিয়ে দেন।
×