ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

১৩৯ দিনেই ছাঁটাই জুলেন লোপেতেগুই;###;২৪ বছর পর রিয়াল মাদ্রিদে প্রথম আর্জেন্টাইন কোচ, দায়িত্ব নেয়ার পরই রামোস-মার্সেলোদের নিয়ে অনুশীলন ৪২ বছর বয়সী নয়া কোচের, শীঘ্রই হাইপ্রোফাইল কোচ পেতে আশাবাদী গ্যালাক্টিকোরা

রিয়াল মাদ্রিদের নতুন কোচ সান্তিয়াগো সোলারি

প্রকাশিত: ০৬:৫৯, ৩১ অক্টোবর ২০১৮

রিয়াল মাদ্রিদের নতুন কোচ সান্তিয়াগো সোলারি

স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিনটি চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়ে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে অমর হয়ে যান জিনেদিন জিদান। কিন্তু ফরাসী এই কিংবদন্তি আচমকা গ্যালাক্টিকোদের ডাগআউট ছাড়লে বেকায়দায় পড়ে যায় লস ব্লাঙ্কোসরা। এরপর অনেকটা অপ্রত্যাশিতভাবেই রিয়ালের কোচ পদে আসেন স্পেনের জুলেন লোপেতেগুই। ৫২ বছর বয়সী এই স্প্যানিশ শুরু থেকেই রিয়ালের মতো বড় দলে নিজেকে মানিয়ে নিতে ব্যর্থ হন। ধারাবাহিক ব্যর্থতার কারণে তার ছাঁটাই অনুমিতই ছিল। গত একমাস ধরেই শোনা যাচ্ছিল এল ক্লাসিকোতে ব্যর্থ হলেই তল্পিতল্পা গোছাতে হবে। অবশেষে সেটাই সত্যি হয়েছে। রবিবার স্প্যানিশ লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার কাছে ৫-১ গোলে অসহায় আত্মসমর্পণ করে রিয়াল। পরেরদিনই তাকে বরখাস্ত করেছে বর্তমান ইউরোপিয়ান চাম্পিয়নরা। অর্থাৎ দায়িত্ব নেয়ার মাত্র ১৩৯ দিনের মাথায় ছাঁটাই হতে হয়েছে সাবেক স্পেন কোচকে। শুধু তাই নয়, নতুন কোচ নিয়োগ দিয়েও চমক দেখিয়েছে তারা। ভারপ্রাপ্ত কোচ হিসেবে রিয়াল নিয়োগ দিয়েছে ‘কাস্তিয়া’ নামে পরিচিত সাবেক আর্জেন্টাইন মিডফিল্ডার সান্তিয়াগো সোলারিকে। মাত্র ৪২ বছর বয়সী এই যুবকের মধ্য দিয়েই পুরোপুরি কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। রিয়াল এক বিবৃতিতে জানিয়েছে, কোচিং স্টাফের মানে খুব বড় ধরনের গলদ পরিচালনা পর্ষদের চোখে পড়েছে। অথচ এই কোচিং স্টাফই এমন একটি দল নিয়ে খেলছে, যে দলের আটজন পরবর্তী গোল্ডেন বল পুরস্কারে মনোনীত হয়েছেন। এই তারিখ পর্যন্ত যে ক্লাবের যে ফল, সেটি ইতিহাসে নজিরবিহীন। কোচ পরিবর্তনের এই সিদ্ধান্তটা ক্লাবের সর্বোচ্চ পর্যায় থেকে নেয়া হয়েছে। এর লক্ষ্য মূল দলের খেলার কৌশলে পরিবর্তন আনা। এখনও কিন্তু মৌসুমের অনেক লক্ষ্য অর্জনের সুযোগ রয়ে গেছে। ২০১৩ সালে রিয়ালের যুব দলের কোচ হিসেবে তার কোচিং পেশায় অভিষেক হয়। তিন বছর দায়িত্ব পালনের পর ২০১৬ সাল থেকে রিয়ালের ‘বি’ দলের দায়িত্ব পালন করে আসছিলেন। এবার পেয়ে গেলেন ক্যারিয়ারের সবচেয়ে বড় দায়িত্ব। এর ফলে দীর্ঘ ২৪ বছর পর প্রথম কোন আর্জেন্টাইন হিসেবে রিয়ালের কোচ হয়েছেন সোলারি। দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবার প্রথমদিনই মার্সেলো, বেল, ইস্কোদের অনুশীলন করিয়েছেন নয়া রিয়াল বস। স্প্যানিশ লা লিগায় এখন পর্যন্ত হওয়া ১০ ম্যাচের চারটিতে হেরেছে রিয়াল। চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে তারা। রিয়ালকে টানা তিন মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগ জিতিয়ে গত মে মাসে সরে দাঁড়ান জিদান। তার উত্তরসূরি হিসেবে রাশিয়া বিশ্বকাপ শুরুর দুইদিন আগে গত ১২ জুন ওই সময়ে স্পেন জাতীয় দলের দায়িত্বে থাকা লোপেতেগুইয়ের নাম ঘোষণা করে রিয়াল। এর পরদিন ৫২ বছর বয়সী এই কোচকে বরখাস্ত করে স্পেন ফুটবল ফেডারেশন। বেশ নাটকীয়তার জন্ম দিয়ে রিয়ালের দায়িত্ব নেয়া লোপেতেগুইয়ের শুরুটা মোটেও সুখকর হয়নি। তার অধীনে প্রতিযোগিতামূলক ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে উয়েফা সুপার কাপে এ্যাটলেটিকো মাদ্রিদের কাছে উড়ে যায় স্পেনের সফলতম দলটি। শেষটা হয়েছে আরও বিবর্ণ। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচের পাঁচটিতে হেরেছে রিয়াল, জয় মাত্র একটি। এই সময়ে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ৪৮২ মিনিট গোল করতে না পারার বিব্রতকর রেকর্ড গড়ে দলটি। লোপেতেগুই ও তার কোচিং স্টাফকে দলে অবদান রাখার জন্য ধন্যবাদ জানিয়েছে রিয়াল। সেই সঙ্গে ভবিষ্যত জীবনের জন্য জানিয়েছে শুভকামনা। তবে খুব শীঘ্র মূল দলের জন্য হাইপ্রোফাইল একজন কোচের সন্ধানে আছে রিয়াল। সে পদে বড় প্রার্থী ইতালি, জুভেন্টাস ও চেলসির সাবেক কোচ এ্যান্টোনিও কন্টে। এ ছাড়া বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ ও রিয়ালের সাবেক মধ্যমাঠ তারকা গুলিতেরও নাম শোনা যাচ্ছে। সোলারির নাম শুনে যারা চমকে যাচ্ছেন তাদের জন্য তথ্য, রিয়ালের হয়ে ২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত খেলেছেন তিনি। ওই সময় ছিল রিয়ালের গ্যালাক্টিকো যুগ। ওই সময় রিয়ালের সতীর্থ হিসেবে সোলারি পেয়েছিলেন একঝাঁক তারকাকে। এদের মধ্যে ছিলেন লুইস ফিগো, জিনেদিন জিদান, রবার্তো কার্লোস, রাউল গঞ্জালেস, ইকার ক্যাসিয়াস, রোনাল্ডো, ডেভিড বেকহ্যাম প্রমুখ। রিয়ালের হয়ে লীগ, সুপারকোপা, চ্যাম্পিয়ন্স লীগ, সুপারকাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ— কোনটাই জিততে বাকি রাখেননি তিনি। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সোলারি ১৯৯৯-২০০৪ সাল পর্যন্ত ১১টি ম্যাচ খেলে গোল করেছেন একটি। ২৪ বছর আগে জর্জ ভালদানো সর্বশেষ আর্জেন্টাইন হিসেবে রিয়ালের কোচ ছিলেন। ভালদানোর পর সোলারিই আর্জেন্টাইন হিসেবে রিয়ালের কোচ হয়েছেন। তবে সবমিলিয়ে তিনি চতুর্থ আর্জেন্টাইন যিনি ১৩ বারের চ্যাম্পিয়ন্স লীগ জয়ী দলটির কোচের দায়িত্ব পেয়েছেন।
×